অনলাইন ডেস্ক;-
সরকারের সমালোচনা করে বিএনপির জ্যেষ্ঠ যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী আহমেদ বলেছেন, ‘আওয়ামী লীগ এখন ভাঙা কলসি। আর ভাঙা কলসিই বাজে বেশি।’
আজ শনিবার বেলা সাড়ে ১১টায় রাজধানীর নয়াপল্টনে বিএনপির কেন্দ্রীয় কার্যালয়ে এক নিয়মিত সংবাদ সম্মেলনে রিজভী এ মন্তব্য করেন। এ সময় তিনি জানান, আজ শাহবাগ থানায় অনুষ্ঠিত বিএনপির বিক্ষোভ মিছিলে পুলিশ হামলা চালিয়ে দলের ১০ জনের অধিক নেতাকর্মীকে আহত করেছে। তিনি এ ঘটনার তীব্র নিন্দা ও প্রতিবাদ জানান।
বিএনপির এই নেতা বলেন, ‘গতকাল ৫ জানুয়ারি গণতন্ত্র হত্যা দিবসে উপলক্ষে ঢাকার সোহরাওয়ার্দী উদ্যানে সমাবেশে বাধা দেওয়ার প্রতিবাদে আজ ঢাকা মহানগরীর থানায় থানায় বিক্ষোভ কর্মসূচি চলছে। এ পর্যন্ত প্রাপ্ত তথ্য অনুযায়ী, এরই মধ্যে শাহবাগ থানায় অনুষ্ঠিত বিএনপির বিক্ষোভ মিছিলে পুলিশ হামলা চালিয়ে বিএনপিকর্মী রতন, শামীম, রাসেল, ফারুকসহ ১০ জনের অধিক নেতাকর্মীকে আহত করেছে।’
গতকাল সারা দেশে অর্ধ শতাধিক নেতাকর্মীকে আটক করা হয়েছে বলেও দাবি করেন রিজভী। তিনি আরো বলেন, ‘ভোটারবিহীন সরকারের লোকেরা ৫ জানুয়ারি কলঙ্কিত নির্বাচনের মাধ্যমে জোর করে ক্ষমতায় আসীন থেকে শেষ সময়ে আবারও অবৈধ পথে ক্ষমতায় যেতে নানা মতলববাজি কথাবার্তা বলছে।’
বিএনপির এই নেতা আরো বলেন, ‘২০১৮ সালে খালেদা জিয়ার নেতৃত্বে গণতন্ত্রের বিজয় পতাকা উড়বে মানুষের ঘরে ঘরে। জনগণের অগ্রযাত্রায় আওয়ামী লীগ আর বলপ্রয়োগে প্রতিহত করতে পারবে না। বিনা ভোটের সরকারের বিদায়ের দিন গণনা শুরু হয়ে গেছে। ২০১৮ সাল খালেদা জিয়ার নেতৃত্বে বাংলাদেশের মানুষের অধিকার ফিরে পাবার বছর, কলঙ্কমোচনের বছর।