ছলিম উল্লাহ, নিজস্ব প্রতিনিধি :- হাতিরঝিলে মনোরঞ্জনের চেয়ে মনের কস্ট বেশি ,রাজধানী সুনামখ্যাত লেক যে কয়টি আছে তারমধ্যে হাতিরঝিল অনেক বড় ও সুন্দর ।এইখানে দৈনিক দর্শন করে হাজার মানুষ ,দুরদুরান্ত থেকে ঘুরতে আশা প্রচুর পরিবার বিপাকে পড়ে কিছু কারনে,যেমন পাবলিক টয়লেট না থাকায় , যানবাহনের স্বল্পতা ,দ্রুতগতি প্রাইভেট গাড়ি , প্রতি দিন দুর্ঘটনা আহত ও নিহত হয় কেহ না কেহ ।,এই রাস্তায় যানবাহনের গতি ৩০ কি,মি ,করা উচিত ট্রাফিক আইনও নিয়ন্ত্রন কঠোর হলে মানুষ দুর্ঘটনা থেকে রেহাই পাবে । এই এলাকা জনগণের দুর্ভোগ আবাসিক এলাকাতে মালামাল আনানেয়া করতে পারে না ,রুগী বৃদ্ধ শিশুদের জন্য অনেক ভোগান্তি অনেক কস্ট যাতায়ত করতে হয়, পর্যটক গাড়ি পাশা পাশি রিক্সা ও সি এন জি কিছু থাকলে দুর্ভোগ থেকে রেহাই পেত , এলাকার আবাসিক বাসিন্দাদের এবং ঘুরতে আসা দরর্শনার্থী , এলাকার ও জনগণের প্রত্যাশা কতৃপক্ষ এবং জনপ্রতিনিধি গন এই সমস্যা দূর করতে পারবে ।