মোঃ আব্দুর রহিম, মৌলভীবাজার জেলা প্রতিনিধি : মৌলভীবাজারের শ্রীমঙ্গল উপজেলার সকল পথশিশুদের নিয়ে গঠিত শ্রীমঙ্গলে মজার স্কুলে আনন্দের সাথে চলে পাঠদান। ঝরেপড়া এসকল শিশুদেরকে মানুষ গড়ার লক্ষে কিছুসংখ্যক তরুণ তরুণীরা এই মজার স্কুলে নিয়মিত পাঠদান করছে। তাছাড়া আরও স্কুলটির প্রতিষ্টাতা ও সহযোগীরা উপস্থিত ছিলেন। ৮ জানুয়ারী বিকাল ৪টার দিকে ব্রাক্ষণবাড়িয়া জেলা সমিতির উদ্যোগে মৌলভীবাজার জেলার শ্রীমঙ্গলে তাদের শীতবস্ত্র বিতরণ করা হয়। তাদেরকে পাঠদানে আরো মনোযোগী করার লক্ষে দেয়া হয় স্কুলড্রেস। এসময় উপস্থিত ছিলেন, শ্রীমঙ্গল উপজেলা নির্বাহী কর্মকর্তা মো. মোবাশশেরুল ইসলাম, অফিসার ইনচার্জ কে এম নজরুল ইসলাম সহ ব্রাক্ষণবাড়িয়া জেলা সমিতির সভাপতি ও সদস্যবৃন্দ।