অনলাইন ডেস্কঃ-
ঢাকা উত্তর সিটি করপোরেশনের মেয়র পদে উপ নির্বাচনের জন্য আনুষ্ঠানিকভাবে তফসিল ঘোষণা করেছে নির্বাচন কমিশন। আগামী ২৬ ফেব্রুয়ারি অনুষ্ঠিত হবে নির্বাচন। এ ছাড়া উত্তর ও দক্ষিণ সিটির ১৮টি করে নতুন ৩৬ ওয়ার্ডের সাধারণ নির্বাচনও একই দিনে অনুষ্ঠিত হবে।
আজ মঙ্গলবার নির্বাচন কমিশন ভবনে তফসিল ঘোষণা করা হয়। আনিসুল হকের মৃত্যুর কারণে উত্তর সিটির মেয়রের পদটি শূন্য হয়।
তফসিল অনুযায়ী ভোটগ্রহণ হবে আগামী ২৬ ফেব্রুয়ারি। প্রার্থীদের মনোনয়নপত্র জমা দেওয়ার শেষ দিন ১৮ জানুয়ারি, তা যাচাই-বাছাই হবে ২১ ও ২২ জানুয়ারি এবং মনোনয়ন প্রত্যাহারের শেষ সময় ২৯ জানুয়ারি। ঢাকা উত্তর সিটির ভোটারসংখ্যা প্রায় ২৯ লাখ ৪৮ হাজার ভোটার ।
নির্বাচন কমিশন বলছে, উত্তর সিটি করপোরেশনের মেয়রের মতো এসব কাউন্সিলরের মেয়াদও আড়াই বছর হবে। এ ব্যাপারে প্রধান নির্বাচন কমিশনার (সিইসি) কে এম নূরুল হুদা বলেন, ‘সময়কালটা নির্ধারণ করে সরকার। আমাদের দায়িত্ব শুধু নির্বাচন করা।’
সিইসি নূরুল হুদা আরো জানান, পরীক্ষামূলকভাবে দুটি ওয়ার্ডে ডিজিটাল ভোটিং মেশিন ব্যবহারের পরিকল্পনা রয়েছে। তিনি বলেন, ‘কেউ আইনগত জটিলতার বিষয়ে মামলা করলে কমিশনের কিছু করণীয় নেই।’
সিইসি জানান, ঢাকা সিটির নির্বাচনকে তাঁরা আলাদা গুরুত্ব দেবেন যাতে কোনো ক্রমেই কোনো প্রশ্ন না ওঠে।
সিইসি বলেন, ‘সুষ্ঠু নির্বাচনের ব্যাপারে আমরা আপসহীন। যে নির্বাচনগুলো এত দিন করেছি, যেরকম আমাদের কার্যক্রম ছিল, যে রকম পরিকল্পনা ছিল সে পরিকল্পনামতোই এ নির্বাচন সুষ্ঠুভাবে করব।’
সম্ভাব্য প্রার্থীদের আগাম প্রচারণার পোস্টার ব্যানার যারা নির্ধারিত সময়ের মধ্যে সরায়নি তাদের ব্যাপারে ব্যবস্থা নেওয়া হবে বলে জানান সিইসি নূরুল হুদা।