সামিউল আলম, বিরামপুর (দিনাজপুর):
দিনাজপুরের বিরামপুরে উপজেলা পরিষদ চত্বরে অনুষ্ঠিত উন্নয়ন
মেলার শেষ দিনটা যেন ছিল বিভিন্ন স্কুল-কলেজের শিক্ষার্থীদের
এক মহা মিলন মেলা। উপজেলা প্রশাসনের আয়োজনে তিন
দিনব্যাপী মেলার শেষ দিনেও কুয়াশাচ্ছন্ন পরিবেশ ও কঠিন শীতকে
উপেক্ষা করে সকাল থেকেই মেলাতে ছিল শিক্ষার্থীদের ব্যাপক
আনাগোনা। বেলা যত গড়িয়ে যেতে থাকে ততই শিক্ষার্থীদের
আগমন বাড়তে থাকে।
এদিকে বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠান থেকে মেলায় আসা
শিক্ষার্থীদের মাঝে উদ্দিপনার যেন কোন কমতি ছিলো না। দলবদ্ধ
ভাবে সকল বন্ধু মিলে মেলায় আসার আনন্দটাই ছিলো অন্য রকম।
ভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানে অধ্যায়নের ফলে যে বন্ধুটির সাথে
প্রতিদিন সাক্ষাৎ মেলেনা, মেলাতে আসায় সেই প্রিয়
বন্ধুটিকে দেখে যেন একে অপরের মাঝে খুশির জোয়াড় ভেসে
যাচ্ছিলো।
মেলাতে উপজেলা পরিষদের বিভিন্ন দপ্তর ও অধিদপ্তর সমূহ, ইউনিয়ন
পরিষদ সমূহ, বিভিন্ন স্কুল-কলেজ সহ প্রায় ৪০টি ষ্টল বসানো
হয়েছে। এসব ষ্টলে শিক্ষার্থীদের মাঝে বর্তমান সরকারের বিভিন্ন
উন্নয়ন মূলক কর্মকান্ড সহ নিজ নিজ দপ্তরীক উন্নয়নের চিত্র
ফুটিয়ে তোলা হচ্ছে এবং লিফলেটের মাধ্যমে তা ছড়িয়ে দেয়া
হচ্ছে। উন্নয়ন মেলায় এসে নানামূখি উন্নয়নের চিত্র দেখে
বাংলাদেশের উন্নয়নের ধারা অব্যাহত রাখতে নিজেদেরকেও উন্নয়নের
রোল মডেল হিসেবে গড়ে তুলবে এমন প্রত্যয় ব্যাক্ত করছে মেলায়
ঘুরতে আসা এসব শিক্ষার্থীরা।