আল মামুন জয়পুরহাট প্রতিনিধি,
জয়পুরহাটের আক্কেলপুর উপজেলা পরিষদের ২টি সংরক্ষিত মহিলা সদস্য পদে গোপনে বিনা ভোটে
পছন্দের প্রার্থীদের নির্বাচিত করতে আক্কেলপুর পৌরসভা মেয়র ও নির্বাচন কর্মকর্তার
বিরুদ্ধে অভিযোগ উঠেছে। এ অভিযোগ করেন, প্রার্থী হতে ইচ্ছুক আক্কেলপুর পৌরসভার
মুকিমপুর গ্রামের মজিবর রহমানের স্ত্রী মারুফা আক্তার, বিহারপুর-হিন্দুপাড়ার মৃত সুনীল
বাগচীর স্ত্রী বন্দনা রানী বাগচী ও একই উপজেলার কোলা গ্রামের মোজাম্মেল হকের স্ত্রী
সাজেদা বেগম।
গতকাল সোমবার সন্ধ্যায় জয়পুরহাট জেলা নির্বাচন কর্মকর্তার নিকট ওই ৩ জন
অভিযোগকারী তাদের লিখিত অভিযোগে জানান, আগামী ২৯ জানুয়ারী অনুষ্ঠিতব্য আক্কেলপুর
উপজেলা পরিষদের সংরক্ষিত মহিলা সদস্য পদে নির্বাচন উপলক্ষে প্রকাশ্যে নোটিশের মাধ্যমে
নির্বাচনী তফশিল ঘোষনার কথা ছিল।
কিন্তু আক্কেলপুর উপজেলা আওয়ামীলীগের সাধারন সম্পাদক ও পৌর মেয়র গোলাম মাহফুজ
চৌধূরী তার পছন্দের ২জন প্রার্থীকে বিনা ভোটে নির্বাচিত করার উদ্দেশ্যে উপজেলা
নির্বাচন কর্মকর্তার সাথে যোগসাযোস করে নির্বাচনী তফশিল গোপন রাখেন। ওই
প্রার্থীরা হলেন- আক্কেলপুর পৌর কাউন্সিলর উম্মে কুলসুম ও উপজেলার রাইকালী ইউপি সদস্য
সামসুন্নাহার স্মৃতি।
তারা অভিযোগ করে আরো জানান, ‘আমরা বিষয়টি আজ সোমবার জানতে পারলেও
নির্বাচনী তফশিল অনুযায়ী আজই মনোনয়ন পত্র জমা দানের শেষ দিন হওয়ায় অনুষ্ঠিতব্য
নির্বাচনে প্রার্থীতা থেকে বঞ্চিত হচ্ছি। এ ব্যাপারে জেলা নির্বাচন অফিসে গেলে
সেখান থেকে আমাদের অপমান করে বের করে দেওয়া হয়।’
এই ঘটনার প্রতিবাদসহ সকলের অংশ গ্রহনের ভিত্তিতে নির্বাচন অনুষ্ঠানের উদ্দেশ্যে
মনোনয়ন পত্র জমাদানের সময় সীমা বৃদ্ধি করতে আজ মঙ্গলবার বিকেলে জেলা প্রশাসকের কাছে
আবেদন করা হয়েছে বলেও জানান অভিযোগকারীরা।এ অবস্থায় মেয়রের ওই ২ জন পছন্দের প্রার্থীর
বিনা ভোটে নির্বচিত হওয়ার আর কোন বাধা থাকল না বলেও জানান অভিযোগকারীরা।
এ নিয়ে অভিযোগ অস্বীকার করে মেয়র গোলাম মাহফুজ চৌধূরী অবসর জানান, নির্বাচন
কর্মকর্তার সাথে ফোনে শুধু তফসিল ঘোষনার কথা জেনেছেন।
অভিযোগ অস্বীকার করলেও এ ব্যপারে কোন সন্তোাষজনক জবাব দিতে পারেননি জেলা নির্বাচন
কর্মকর্তা শহিদুল ইসলাম। তিনি বলেন, “আমি দাপ্তরিক কাজে ঢাকায় ব্যস্ত আছি।”
জয়পুরহাট জেলা প্রশাসক মোকাম্মেল হক জানান, অভিযোগকারী ৩ নারী প্রার্থীর লিখিত
অভিযোগ পাওয়া গেছে, এ ব্যপারে প্রয়োজনীয় পদক্ষেপ গ্রহনের জন্য জেলা নির্বাচন
কর্মকর্তাকে নির্দেশ প্রদান করা হবে।