মাসুদ হোসেন,চাঁদপুরঃ- দুর্যোগ ব্যবস্থাপনা ও ত্রান মন্ত্রী মোফাজ্জল হোসেন চৌধুরী মায়া বীর বিক্রম এমপি বলেছেন, শেখ হাসিনার নেতৃত্বে উন্নয়নের ধারা অব্যাহত রাখতে আবারো নৌকা মার্কায় ভোট দিন। আজকে আমরা বিদেশে চাল রপ্তানি করি, আজকে বিদ্যুৎ আমাদের ঘরে ঘরে পৌছে গেছে। রাস্তাঘাট আজকে পরিষ্কার পরিছন্ন, আমাদের নিজস্ব টাকায় পদ্মা সেতু করতেছি। যেটা আগে স্বপ্ন ছিল সেটা আজকে বাস্তবে পরিনত হতে চলেছে, শেখ হাসিনার নেতৃত্বে ২০২১ সালে বিশ্বের মধ্যে মায়ের দেশে পরিনত হবে বাংলাদেশ। ২০১৮ সালে নির্বাচন হবে এই নির্বাচনে জননেত্রী শেখ হাসিনার হাতকে শক্তিশালী করতে আবারো নৌকা মার্কায় ভোট দিন।
বৃহষ্পতিবার (১৮ জানুয়ারি) চাঁদপুরের মতলব দক্ষিণ উপজেলার উপাদী উত্তর ও উপাদী দক্ষিণ ইউনিয়নের সমন্বয়ে বহরী আড়ং বাজার সংলগ্ন মাঠে বিশাল জনসভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন। উপজেলা আওয়ামীলীগের সভাপতি, এ এইচ এম গিয়াস উদ্দিনের সভাপত্বিতে ও সাধারন সম্পাদক বি এইচ এম কবির আহম্মদের পরিচালনায়, বিশেষ অতিথি হিসাবে বক্তব্য রাখেন, চাঁদপুর জেলা পরিষদের চেয়ারম্যান আলহাজ্ব মোঃ ওচমান গনি পাটোয়ারি, কেন্দ্রীয় আওয়ামীলীগ নেতা সাজেদুল হোসেন চৌধুরী (দিপু), অন্যান্যদের মাঝে আরো বক্তব্য রাখেন, মতলব দক্ষিণ উপজেলা পরিষদের চেয়ারম্যান অধ্যাপক সিরাজুল মোস্তফা তালুকদার, ভাইস চেয়ারম্যান শওকত আলী বাদল, উপজেলা মহিলা লীগের উপদেষ্টা পারভীন চৌধুরী, বীনা চৌধুরী, উপজেলা মহিলা লীগের সভানেত্রী লক্ষী রানি দাস তারা, সাধারন সম্পাদক আসমা আক্তার আখি, মতলব পৌরসভার মেয়র আওলাদ হোসেন লিটন, উপজেলা আওয়ামীলীগের সহ-সভাপতি লিয়াকত হোসেন প্রধান, উপজেলা যুবলীগের আহবায়ক জহির সরকার, সিনিয়ন যুগ্ম আহবায়ক জহিরুল ইমলাম আলেক, বাদল নন্দী, রতন সাহা, উপজেলা ছাএলীগের আহবায়ক, আল-আমিন ফরাজী, সিনিয়র যুগ্ম আহবায়ক হোসাইন মোঃ কচি, আল মামুন মৃধা, উপাদী উত্তর ইউনিয়ন আওয়ামীলীগের সভাপতি সোলাইমান প্রধান, সাধারন সম্পাদক মতিন প্রধান, উপাদী উত্তর ইউপি চেয়ারম্যান শহিদ উল্যাহ প্রধান, উপাদী দক্ষিণ ইউনিয়ন আওয়ামীলীগের সভাপতি ও ইউপি চেয়ারম্যান গোলাম মোস্তফা, সাধারন সম্পাদক বাদল মাষ্টার প্রমুখ। উক্ত অনুষ্ঠানের শুরুতে কোরআন তেলাওয়াত করেন মাওলানা রফিকুল ইসলাম ও গীতা পাঠ করেন কানাই মাষ্টার।