সাইফুর রহমান শামীম,কুড়িগ্রাম প্রতিনিধি ঃ
১৮ বছর বয়সের নিচে কারো কাছে বিড়ি-সিগারেট বিক্রি নয়-এই
শ্লোগানকে সামনে রেখে কুড়িগ্রামে তামাক ও তামাকজাত দ্রব্য
নিয়ন্ত্রণে প্রচারনা র্যালী অনুষ্ঠিত হয়েছে।
বুহস্পতিবার দুপুরে সরকারি উচ্চ বিদ্যালয় প্রাঙ্গণ থেকে র্যালিটি বের
হয়ে শহরের প্রধান-প্রধান সড়ক ঘুরে কেন্দ্রিয় শহীদ মিনার চত্বরে এসে
শেষ হয়। পরে সেখানেই সমাবেশে বক্তব্য রাখেন জেলা প্রশাসক আবু
ছালেহ মোহাম্মদ ফেরদৌস খান ও পুলিশ সুপার মোঃ মেহেদুল করিম।
বিশেষ করে বিড়ি-সিগারেট বিক্রি নিয়ন্ত্রণে সচেতনতামূলক র্যালি-
সমাবেশের পাশাপাশি দোকানে-দোকানে গিয়ে প্রচারণা চালানো হয়।
জেলা প্রশাসন এই কর্মসূচি’র আয়োজন করে।