মোঃ আব্দুর রহিম, মৌলভীবাজার জেলা প্রতিনিধি : মৌলভীবাজারের
শ্রীমঙ্গল উপজেলার সিরাজনগর মাদ্রাসা মসজিদ মার্কেটে ডাকাতদের দেশীয়
অস্ত্র ধারা ডাকাতি সংগঠিত হয়েছে। ডাকাতদের হামলায় মার্কেটের নিরাপত্তা
কর্মীকে দেশীয় অস্ত্র ধারা হাছন আলী (৩০) নামে এক লোক গুরুতর আহত
হয়েছেন। তাকে সিলেট ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালে প্রেরণ করা হয়েছে।
এঘটনাটি ঘটেছে শনিবার দিবাগত রাতে ২টার দিকে (২১ জানুয়ারি) উপজেলার ৫নং
কালাপুর ইউনিয়নের সিরাজনগর মাদ্রাসা সংলঘ্ন মার্কেটে।
ঘটনার পর শ্রীমঙ্গল থানা পুলিশ ঘটনাস্থ পরিদর্শন করেন। এর আগেই মার্কেটের
নিরাপত্তা কর্মী হাছন আলী কে দেশীয় অস্ত্র দিয়ে কুপিয়ে গুরুতর আহত করে
বেধে ফেলে রাখে।
এসময় এলাকার বাসিন্দা ড্রাইভার সাজ্জাদ ঢাকা থেকে বাড়ী যাওয়ার পথে
ডাকাতদের দেখে তারা এখানে কি করছে জানতে চাইলে তার উপর হামলার চেষ্টা
চালায় এবং সে পালিয়ে রক্ষা পায়।
সাজ্জাদের হাল্লা চিৎকারে এলাকাবাসী ও মাদ্রাসার ছাত্রসহ লোকজন এগিয়ে
আসলে ৭/৮ জনের ডাকাতদের দল পালিয়ে যায় এবং আহত মার্কেটের নিরাপত্তা
কর্মী হাছন আলী কে উদ্ধার করে প্রথমে শ্রীমঙ্গল স্বাস্থ্য কমপ্লে পাঠানো
হলে তার অবস্থা গুরুতর হওয়ায় তাকে সিলেট ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালে
প্রেরণ করা হয়।
স্থানীয় সূত্র জানায়, শনিবার দিবাগত রাত ২টার দিকে সিরাজনগর গ্রামের
মাদ্রাসা সংলঘ্ন মসজিদ মার্কেটে ভুষি মালের ব্যবসায়ী কামাল ও কালামের
দোকানের তালা ভেঙ্গে নগদ টাকাসহ মালামাল লুটে নেয়।
শ্রীমঙ্গল থানা পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করেছেন এবং ঘটনার সত্যতা নিশ্চিত করেন।