মোঃ আব্দুর রহিম, মৌলভীবাজার জেলা প্রতিনিধি : মৌলভীবাজারের শহরতলীর জগন্নাথপুর উপশহর মাঠে প্রথমবারের মতো ৩ দিনব্যাপী মৌলভীবাজার জেলা ইজতেমা আগামীকাল থেকে শুরু হচ্ছে (২৫ জানুয়ারি)। ইজতেমাকে সামনে রেখে সব প্রস্তুতি প্রায় শেষ বিশাল মাঠে বিশাল প্যান্ডেল।
মাঠ সংস্কার, মঞ্চ, ওজুর পানি, খাওয়া ও গোসলের পানি, স্যানিটেশন তৈরির সব কাজই প্রায় শেষের দিকে। ইতোমধ্যে ইজতেমার প্রবেশদ্বারে নির্মিত হয়েছে বিশাল অভ্যর্থনা গেট। এছাড়াও কয়েক কিলোমিটার এলাকার সড়ক জুড়ে তৈরি হয়েছে বেশ কয়েকটি তোরণ। এখন প্যান্ডেলে টানানো হচ্ছে শামিয়ানা। দ্রুত চলছে প্রয়োজনীয় ও সৌন্দর্য বর্ধনের কাজ।
মাঠের দায়িত্বশীল সূত্রে জানাযায়, (২৫ জানুয়ারি) বৃহস্পতিবার বাদ ফজর থেকে আম বয়ানের মাধ্যমে শুরু হবে প্রথমবারের মত এই ইজতেমা। মৌলভীবাজার জেলা তাবলিগ জামাতের শুরা সদস্য ও ইজতেমা মাঠের জিম্মাদার (আমির) মো. ময়নুল ইসলাম জানান, কাকরাইল মসজিদের মুরব্বি ও বিভিন্ন দেশ থেকে আসা মুরব্বিরা তিনদিন ব্যাপী এই মৌলভীবাজার জেলা ইজতেমায় বয়ান করবেন।
তিনি আরো জানান, (২৭ জানুয়ারি) সকাল ১১টার দিকে আখেরী মোনাজাতের মাধ্যমে শেষ হবে এই ইজতেমা। তবে ঢাকায় অনুষ্ঠিত বিশ্ব ইজতেমার সাথে মিল রেখে এখানেও বাংলায় আখেরী মোনাজাত হবে বলে জানান মাঠের এই জিম্মাদার।
জানা গেছে, ১৫ জানুয়ারি বিকেল ৩টার দিকে মাঠের সর্বশেষ প্রস্তুতি দেখতে দলীয় নেতাকর্মীদের নিয়ে ইজতেমা মাঠ পরিদর্শন করেছেন মৌলভীবাজার-৩ আসনের সংসদ সদস্য সৈয়দা সায়রা মহসীন।
আইনশৃঙ্খলার বিষয়ে জানতে চাইলে মৌলভীবাজার মডেল থানার ওসি সোহেল আহাম্মদ জানান, ইজতেমাকে নির্বিঘ্ন করতে আমাদের নিরাপত্তা ব্যবস্থা জোরদার থাকবে। মাঠে ৬০টি সিসি ক্যামেরা লাগানো হয়েছে। পুরো এলাকা সিসি ক্যামেরার আওতাভুক্ত থাকবে। নিরাপত্তা ব্যবস্থার জন্য সার্বক্ষণিক ইজতেমায় পুলিশ ফোর্স মোতায়েন রাখা হবে।