মোঃ আব্দুর রহিম, জেলা প্রতিনিধি (মৌলভীবাজার) : মৌলভীবাজারের সদর উপজেলার ৯নং আমতৈল ইউনিয়ন পরিষদ এর ৪নং ওয়ার্ডস্থ মাসকান্দি গ্রামে গরীব অসহায়দের মাঝে (২৭ জানুয়ারি) শনিবার দিনব্যাপী অনলাইন ভিত্তিক সংগঠন না না নাগরি, হাবিগুষ্টি ছিলটি, এশকের খেলুয়া ও বায়োমেট্রিক’র যৌথ উদ্যেগে এবং সূর্যের হাসি ক্লিনিক মৌলভীবাজার এর সহযোগীতায় বিনামূল্যে চিকিৎসা সেবা প্রদান ও প্রাথমিক ঔষধাদি বিতরন করা হয়েছে।
মিডিয়া পার্টনার দৈনিক মৌমাছি কন্ঠ, মৌলভীবাজার টুডে ডট কম, দেশেরবার্ত২৪ ডট কম, বাংলার প্রতিদিন, শিলহটি হাউক এবং অনলাইন পার্টনার মন মানুষের মিলন মেলা ও সালেহ’স সার্কেলের পরিচালনায় ৪নং ওয়ার্ডস্থ পশ্চিম মাসকান্দি গ্রামের শীতন বাবু’র বাড়িতে দিনব্যাপী দুই শতাধিক রোগীকে চিকিৎসা প্রদান করা হয়।
ক্যাম্প উদ্বোধন করেন সূর্যের হাসি ক্লিনিক এসএসকেএস মৌলভীবাজার এর ম্যানেজার মাহমুদুর রহমান রাজিব।
ফ্রি মেডিকেল ক্যাম্পে রোগী দেখেন নূরজাহান বেগম (প্যারামেডিক), স্নিগ্ধা দে (প্যারামেডিক), ল্যাব টেকনোলজিস্ট চয়ন রায়, কাউন্সিলর মাধুরী কর, ফার্মাসিস্ট রিতা দে, ডাটা অপারেটর সায়েরা সাবেতি প্রমুখ।
এছাড়াও সূর্যের হাসি ক্লিনিক মৌলভীবাজার কমিউনিটি সাপোর্ট গ্রুপের সভাপতি ও অনলাইন ভিত্তিক সংগঠন না না নাগরি’র প্রতিষ্ঠাতা প্রধান এডমিন কবি মো. সালেহ আহমদ (স’লিপক), মৌলভীবাজার জেলা রেড ক্রিসেন্ট
সোসাইটি আজীবন সদস্য ও অনলাইন
ভিত্তিক সংগঠন হাবিগুষ্টি ছিলটি’র মডরেটর ছড়াশিল্পী মিনারা আজমী, স্বাস্থ্যকর্মী শীতন বাবু, স্বাস্থ্যকর্মী সুলতা সরকার উপস্থিত থেকে সার্বিক সহযোগীতা করেন।
এসময় অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন পরিবার কল্যান কেন্দ্র আমতৈল এর উপ সহ কমিউনিটি মেডিকেল অফিসার ডাঃ সঞ্জু মোহন দেব, সূর্যের হাসি ক্লিনিক মৌলভীবাজার এর প্রশাসনিক সহকারী মো. আনোয়ার হোসেন, অনলাইন ভিত্তিক সংগঠন বায়োমেট্রিক’র এডমিন ইকবাল মাহমুদ, এশকের খেলুয়া’র প্রতিনিধি খোকন আহমদ, আবৃত্তিশিল্পী সাদিয়া জান্নাত নিছা, সূর্যের হাসি ক্লিনিক মৌলভীবাজার এর এম্বোলেন্স ড্রাইভার মো. এরশাদ খান প্রমুখ।
মাসকান্দি গ্রামের সেবাগ্রহীতা (রোগী) কল্পনা রানী বৈদ্য (২৫) বলেন, বিনামূল্যে স্বাস্থ্যসেবা পেয়ে ভালো লাগছে। গত বছরও আমরা তাদের কাছ থেকে সেবা পেয়েছি। আশা করছি আগত সবাই পরিপূর্ণ স্বাস্থ্যসেবা পাব।
সূর্যের হাসি ক্লিনিক ম্যানেজার মাহমুদুর রহমান রাজিব বলেন, না না নাগরি’র সাথে দীর্ঘদিন ধরে কাজ করছি। প্রত্যন্ত এলাকার গরীব অসহায় দুস্থদের কথা চিন্তা করে বিনামূল্যে চিকিৎসা সেবা প্রদান ও প্রাথমিক
ঔষধাদি বিতরনের উদ্যেগ নিয়েছে তারা।
বেশকিছু ইউপিতে আমরা ইতিমধ্যে তাদের সাথে কাজ করেছি। পর্যায়ক্রমে জেলার প্রতিটি ইউনিয়নের হতদরিদ্র জনগোষ্ঠীর মাঝে এই সেবা পৌছে দেয়ার পরিকল্পনা আছে না না নাগরি’র। আমরাও তাদের এ মহতি কার্যক্রমে যথাসাধ্য সহযোগীতা করে যাব।