নাটোর জেলা প্রতিনিধি,
বৃহস্পতিবার সকালে নাটোরের নলডাঙ্গার হালতি বিলে নিষিদ্ধ বাদাই জালে মাছ ধরার অপরাধে ১০ জেলেকে ৬ মাসের কারাদন্ড দিয়েছে নলডাঙ্গা উপজেলা নির্বাহী কর্মকর্তা ও নির্বাহী ম্যাজিস্ট্রেট শারমিন আক্তার। এবং উদ্ধারকৃত প্রায় ১০ লাখ টাকার বাদাই জাল আগুনে পুড়িয়ে বিনষ্ট করা হয়েছে। এসময় জব্দকৃত ইঞ্জিন চালিত ৪টি নৌকা উন্মুক্ত নিলামে বিক্রি করা হয় । যার অর্থ রাষ্ট্রীয় কোষাগারে জমা দেয়ার নির্দেশ দেওয়া হয়েছে।আটককৃতরা হলেন,উপজেলার করের গ্রাম এলাকার জহুরুল ইসলামের ছেলে জামিল হোসেন, মৃত রমজান আলীর ছেলে আতর আলী, রহমত উল্লাহর ছেলে মোমিন, নাছিম উদ্দিনের ছেলে রেজাউল ও জয় চন্দ্রের ছেলে লিটন কুমার, পূর্ব মাধনগর এলাকার নিশি চন্দ্র সাহার ছেলে প্রদীপ কুমার, আনন্দ কুমারের ছেলে বিশ্বজিৎ কুমার, নীরেন্দ্র নাথের ছেলে বীরেন্দ্র কুমার, ও সুনীল চন্দ্রের ছেলে সুব্রত এবং ঢাকঢোল ডাঙ্গাপাড়া গ্রামের বজলু মিয়ার ছেলে মামুন। এব্যাপারে নলডাঙ্গা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মোস্তফা কামাল ও স্থানীয় সূত্রে, বৃহস্পতিবার নলডাঙ্গা উপজেলার হালতি বিলের নির্বাহী ম্যাজিষ্ট্রেট শারমিন আক্তার জাহানের নেতৃত্বে ভ্রাম্যমাণ অভিযান চালানো হয়। এসময় নিষিদ্ধ বাদাই জাল দিয়ে মাছ শিকার করার সময় ১০ জেলেকে আটক করা হয় এবং প্রায় ১০ লাখ টাকা মূল্যের তিনটি বাদাই জাল ও চারটি ইঞ্জিন চালিত নৌকা জব্দ করা হয়। পরে সকালে আটককৃত ১০ জেলেকে ভ্রাম্যমাণ আদালতের মাধ্যমে প্রত্যেককে ৬ মাসের কারাদন্ড দিয়ে জেল হাজতে প্রেরন ও উদ্ধারকৃত বাদাই জাল পুড়িয়ে দেওযা হয় এবং জব্দকৃত ৪টি নৌকা উন্মুক্ত নিলামে ৪৫ হাজার টাকায় বিক্রি করে রাষ্ট্রীয় কোষাগারে জমা প্রদানের নির্দেশ প্রদান করেন ভ্রাম্যমাণ আদালতের বিচারক ও নির্বাহী ম্যাজিস্ট্রেট শারমিন আক্তার ।