বাংলার প্রতিদিন ডটকমঃ-
বিএনপির চেয়ারপারসন খালেদা জিয়ার মামলার রায়কে সামনে রেখে বিএনপি নেতারা আদালতকে হুমকি দিচ্ছেন অভিযোগ করেছেন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের।
আজ শনিবার সন্ধ্যায় জাতীয় জাদুঘরে আয়োজিত অনুষ্ঠানে কাদের এ কথা বলেন।
সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী বলেছেন, তাদের (বিএনপি) বক্তব্য আদালত অবমাননার শামিল। আর আগামী জাতীয় সংসদ নির্বাচনকে ঘিরে সহিংস কর্মকাণ্ড শুরু করা হলে জনগণ তা প্রতিহত করবে বলেও হুশিয়ার করেন তিনি।
বিএনপির উদ্দেশে কাদের বলেন, ‘রায়ের আগেই তারা রায়ের বিরুদ্ধে বক্তব্য দিচ্ছেন। এর অর্থ কী দাঁড়ায়? তাঁরা আদালতকে হুমকি দিচ্ছেন। যেন তেন প্রকারের রায়, এর অর্থটা কী? বাংলাদেশের আদালতকে তিনি কি এভাবে আন্ডাররেটেড করছেন?’
‘জোড়াতালির চালচিত্র’ শিরোনামে শিল্পী হাশেম খানের কাঠচিত্রসহ শিল্পকর্মের মাসব্যাপী প্রদর্শনীর সমাপনী অনুষ্ঠানে কাদের প্রশ্নের জবাবে বলেন, খালেদা জিয়ার একটি মামলার রায় ঘোষণার আগেই রায়ের বিরুদ্ধে কথা বলছেন বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীরসহ অন্যান্য নেতারা। আর এর মাধ্যমে তারা রায় নিজেদের পক্ষে নিতে আদালতকে প্রভাবিত করার চেষ্টা করছেন বলেও মন্তব্য করেন তিনি।
মন্ত্রী বলেন, ‘তার এই প্রশ্নই হচ্ছে আদালত অবমাননার শামিল। যে ধরনের বক্তব্য তারা দিয়ে যাচ্ছেন, তাতে করে মনে হচ্ছে এই দলের হাতে বাংলাদেশে বিচারব্যবস্থা, বাংলাদেশের আইনের শাসন, বাংলাদেশের গণতন্ত্র; তারা ক্ষমতায় এলে কোনোটাই নিরাপদ নয়।’
সরকার নয়, রায় আদালত দেবে উল্লেখ করে আওয়ামী লীগ নেতা বলেন, আদালত সম্পর্কে এ ধরনের বক্তব্য শুধু বিএনপির মুখেই শোভা পায়।
কাদের বলেন, ‘এবার যদি ৫ জানুয়ারির আগে পরে ভায়োলেন্সের পুনরাবৃত্তি ঘটে, বাংলাদেশের জনগণই তার সমুচিত জবাব দেবে।’ আদালতের বিষয়ে আদালতের সিদ্ধান্তই চূড়ান্ত বলেও মন্তব্য করেন তিনি।