ঢাকা: রাজধানীর উত্তরার ৩নং সেক্টর আবাসিক এলাকায় অভিযান চালিয়ে ৪টি দোকান, ৩টি রেস্টুরেন্ট ও একটি আবাসিক হোটেল বন্ধ করে দিয়েছে রাজধানী উন্নয়ন কর্তৃপক্ষ (রাজউক)।
বৃহস্পতিবার (০৪ আগস্ট) উত্তরার ৩নং সেক্টরের রবীন্দ্র সরণিতে নির্বাহী ম্যাজিস্ট্রেট খন্দকার জাকির হোসেনের নেতৃত্বে উচ্ছেদ অভিযান পরিচালিত হয়।
অভিযানে আবাসিক এলাকায় অবৈধভাবে বাণিজ্যিক কার্যক্রম পরিচালনার দায়ে এসব প্রতিষ্ঠান বন্ধ করে দেওয়া হয়।
এ সময় সেবাদানকারী সংস্থাগুলো বিদ্যুৎ, পানি ও গ্যাসসহ অন্যান্য সংযোগ বিচ্ছিন্ন করে দেয়। প্রতিষ্ঠানগুলোর মধ্যে একটি দোকানকে ৫০ হাজার ও একটি রেস্টুরেন্টকে ৭০ হাজার টাকা জরিমানা করা হয়।
এছাড়া কার-পার্কিংয়ের জায়গায় অবৈধ স্থাপনা থাকায় একটি ডায়াগনস্টিক সেন্টারকে ২ লাখ ৫০ হাজার ও একটি চক্ষু হাসপাতালকে ২ লাখ টাকা জরিমানা করে রাজউক। আগামী ৭ দিনের মধ্যে অবৈধ স্থাপনা সরিয়ে নেওয়ার জন্য সময় বেঁধে দেয় কর্তৃপক্ষ।
রাজউক এর উচ্ছেদ কার্যক্রমে আইন-শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীসহ অন্যান্য সেবাদানকারী সংস্থা সহায়তা করে।