মোঃ আব্দুর রহিম, জেলা প্রতিনিধি (মৌলভীবাজার) : মৌলভীবাজার জেলার চাঁদনী ঘাট ও মৌলভীবাজার মডেল থানার এলাকা হতে ছিনতাইকারী চক্রের দুই সদস্যকে গ্রেফতার করেছে মৌলভীবাজার মডেল থানা পুলিশ। (২৮ জানুয়ারী) রবিবার সকাল ১০ঘটিকার সময়।
মৌলভীবাজার মডেল থানা সূত্রে জানা যায়, রবিবার (২৮ জানুয়ারী) সকাল ১০টার দিকে অভিযান চালিয়ে তাদেরকে গ্রেফতার করা হয়। গ্রেফতারকৃত দু’জনের নাম- সুন্দর আলী (৩৫) পিতা মৃত ছিদ্দেক আলী, কুলাউড়া উপজেলার, তোতবাড়ী গ্রামরে বাসিন্দা ও খায়রুল হাসান (১৯) পিতা মখলিছুর রহমান, কুলাউড়া উপজেলার, দয়াল গ্রামের বাসিন্দা।
গ্রেফতারকৃতদের বিরুদ্ধে কুলাউড়া ও মৌলভীবাজার মডেল থানায় ছিনতাইসহ ৬টি মামলা রয়েছে। মৌলভীবাজার মডেল থানার অফিসার ইনচার্জ মো. সোহেল আহমদ, মো. আব্দুর রহিমকে বলেন, ‘খবর পেয়ে পুলিশ সুন্দর আলী ও খায়রুল হাসান উদ্ধার করে মৌলভীবাজার মডেল থানায় নিয়ে আসে।