শ্রীপুর (গাজীপুর) প্রতিনিধি :-
গাজীপুরের শ্রীপুরে ঢাকা-ময়মনসিংহ মহাসড়কের পাশ থেকে অজ্ঞাত
এক ব্যক্তির ছিন্ন-বিচ্ছিন্ন লাশ উদ্ধার করেছে মাওনা ফায়ার সার্ভিসের
কর্মীরা। মঙ্গলবার সকাল সাড়ে ৯টায় মহাসড়কের উপজেলার এমসি-রঙ্গীলা
বাজার (আদিব ডাইং কারখানার সামনে) থেকে লাশটি উদ্ধার করা হয়।
লাশটি ছিন্ন-বিচ্ছিন্ন থাকায় নিহতের বয়স এবং পুরুষ না মহিলা
তা নির্ধারন করা যায়নি।
মাওনা ফায়ার সার্ভিসের ষ্টেশন অফিসার আল-আমীন জানান, মাওনা
হাইওয়ে থানার উপ-পরিদর্শক (এসআই) হুমায়ুন কবিরের মাধ্যমে
মহাসড়কের পাশে লাশ পরে থাকার সংবাদ দেয়। পরে সেখানে গিয়ে
নিহতের ছিন্ন-বিচ্ছিন্ন লাশ পরে থাকতে দেখি। ধারনা করা হচ্ছে
নিহতের লাশের ওপর দিয়ে একাধিক যানবাহন চলাচল করায় তার বয়স এবং
পুরুষ না মহিলা তা নির্ধারন করা সম্ভব হয়নি। পরে বেলচা দিয়ে
নিহতের ছিন্ন-বিচ্ছিন্ন দেহ বস্তায় ভরে মাওনা হাইওয়ে থানার
অফিসার ইনচার্জের কাছে হস্তান্তর করা হয়।
মাওনা হাইওয়ে থানার উপ-পরিদর্শক (এসআই) হুমায়ুন কবির জানান,
রাতের কোন এক সময় অজ্ঞাত ব্যাক্তিটি দ্রæতগামী বাস চাপায় নিহত
হয়ে থাকতে পারে। পরে ওই লাশের ওপর দিয়ে একাধিক যানবাহন চলাচল করায়
লাশটি ছিন্ন-বিচ্ছিন্ন হয়ে থাকতে পারে। নিহতের দেহের ছিন্ন-
বিচ্ছিন্ন অংশ ময়না তদন্তের জন্য গাজীপুর শহীদ তাজ উদ্দিন আহমদ
মেডিকেল কলেজ হাসপাতাল মর্গে পাঠানো হয়েছে।