সাইফুর রহমান শামীম,কুড়িগ্রাম প্রতিনিধি ঃ
কুড়িগ্রাম জেলা শহরের পলাশবাড়ী চৌকিদার পাড়া এলাকার
ব্যাটারী চালিত অটিা চালক জুয়েল রানা’র হত্যাকারীদের গ্রেপ্তার
ও বিচারের দাবিতে বিক্ষোভ মিছিল ও মাববন্ধন করেছে
এলাকাবাসী। বুধবার দুপুরে শহরে প্রধান প্রধান সড়কে বিক্ষোভ
মিছিল শেষে কুড়িগ্রাম প্রেস ক্লাবের সামনে মানববন্ধন করে।
পরে পুলিশ সুপার বরাবর স্মারকলিপি প্রদান করে এলাকাবাসী।
মানববন্ধনে বক্তব্য রাখেন আশরাফুল ইসলাম, নুর ইসলাম, মোখছেদ
আলী, রমজান আলী, মাহফুজার রহমান প্রমুখ।
উল্লেখ্য, রাজারহাট উপজেলার দিনোবাজার এলাকার ঠাটমারী ব্রীজের
কাছে গত মঙ্গলবার (২৩/০১/১৮) রাতে জুয়েল রানাকে হত্যা করে
দুর্বৃত্তরা ব্যাটারী চালিত অটো নিয়ে পালিয়ে যায়। পরদিন
বুধবার সকালে নিহতের মরদেহ উদ্ধার করে পুলিশ। এ ব্যাপারে
রাজারহাট থানায় নিহতের পিতা রমজান আলী বাদী হয়ে একটি
হত্যা মামলা দায়ের করে। এজাহারে বলা হয় খুনিরা অজ্ঞাত। তাঁরা
যাত্রীবেশে অটোতে উঠে নির্জন এলাকায় জুয়েলে’র হাত, পা,
মুখ বেঁধে শ্বাসরোধ করে হত্যা করে। হত্যাকারীরা জুয়েলের ব্যবহৃত
মোবাইল ফোন ও দেড় লাখ টাকা মুল্যের অটো নিয়ে পালিয়ে যায়।
ঐ এলাকায় এর আগেও কয়েকটি হত্যাকান্ড সংগঠিত হয়েছিল।
নিহত অটোচালক জুয়েল রানা (২৫) কুড়িগ্রাম সদর উপজেলার
কাশিয়াবাড়ির চৌকিদার পাড়ার রমজান আলীর পুত্র।