এইচ.এম আয়াত উল্যা, নোয়াখালী প্রতিনিধি : আগামী ৮ ফেব্রæয়ারী বেগম
খালেদা জিয়ার জিয়া অরফানেজ ট্রাষ্ট দুর্নীতি মামলার রায়কে কেন্দ্র করে নাশকতা মূলক
কর্মকান্ডের পরিকল্পনার অভিযোগে পুলিশ বিএনপির জেলা সাংগঠনিক সম্পাদক ও যুবদলের
দুই নেতাকে গ্রেফতার করেছে। গতকাল বৃহস্পতিবার সকালে নোয়াখালীর সেনবাগ থানার
ওসি মোঃ হারুনুর রশিদ চৌধুরীর নেতৃত্বে পুলিশ সেনবাগ উপজেলার বিভিন্ন স্থানে
ঝটিকা অভিযান চালিয়ে তাদেরকে গ্রেফতার করে। গ্রেফতারকৃতরা হচ্ছেন- নোয়াখালী
জেলা বিএনপির সাংগঠনিক সম্পাদক ও সেনবাগ উপজেলার কাবিলপুর ইউনিয়ন পরিষদের
চেয়ারম্যান ও স্থানীয় ইয়ারপুর গ্রামের বাসিন্দা আনোয়ার হোসেন বাহার (৪৫),
সেনবাগ উপজেলা যুবদলের সভাপতি মীর্জা মোস্তফা (৩৫)। তিনি কাদরা এলাকার বাসিন্দা
এবং যুবদলের ক্যাডার স্থানীয় শায়েস্তা নগর এলাকার বাসিন্দা শামছুল হক শামু (৩২)।
এদিকে জেলা বিএনপির সাংগঠনিক সম্পাদক ও যুবদলের ২ নেতা গ্রেফতারের তীব্র নিন্দা
জানিয়ে অবিলম্বে তাদেরকে মুক্তির দাবী জানিয়ে জেলা বিএনপির সভাপতি গোলাম
হায়দার বিএসসি বলেন, রাজনৈতিক ফায়দা হাসিলের জন্য বিএনপির নেতাদেরকে
গ্রেফতার করছে পুলিশ। সেনবাগ থানার ওসি হারুনুর রশিদ চৌধুরী বিএনপি, যুবদলের
৩ নেতাকে গ্রেফতারের বিষয়টি স্বীকার করে বলেন, গ্রেফতারকৃতদের বিরূদ্ধে ৬-৭ টি
করে মামলা রয়েছে। এছাড়া আগামী ৮ ফেব্রæয়ারী খালেদা জিয়ার রায়কে কেন্দ্র করে
নাশকতামূলক কর্মকান্ডের পরিকল্পনা করার অভিযোগ রয়েছে তাদের বিরূদ্ধে। উপজেলায়
যেকোন নাশকতামূলক কর্মকান্ড ঠেকাতে পুলিশ প্রস্তুত রয়েছে।