এস.এম. সাইফুলইসলামকবির, বাগেরহাট :-
বাগেরহাটে ইসলামী শাসনতন্ত্র ছাএ আন্দোলনের জেলা
সম্মেলনে অনুষ্ঠিত ।
ইসলামী আন্দোলন বাংলাদেশ-এর নায়েবে আমীর অধ্যক্ষ মাওঃ আব্দুল
আউয়াল বলেছেন, ইসলাম যেমন শান্তির ধর্ম। বাংলাদেশের মানুষও
শঅন্তি প্রিয়। দেশের মানুষ হত্যা, খুন, রাহাজানি ও সন্ত্রাস পছন্দ
করে না। কিন্তু দেশ এখন সন্ত্রাসের দেশে পরিনত হয়েছে। সরকার
বাহাদুরের প্রতি আহবান দেশ থেকে সন্ত্রাস দূর করতে হলে দেশের
সকল শিক্ষা প্রতিষ্ঠানকে সন্ত্রাস মুক্ত করুন।
ইসলামী শাসনতন্ত্র ছাত্র আন্দোলন, বাগেরহাট জেলা শাখার বার্ষিক
সম্মেলনে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।সম্মেলন
শেষে ২০১৮ সালের বাগেরহাট জেলা কমিটির নির্বাচন অনুষ্ঠিত
হয়। নির্বাচনে ছাত্রনেতা এসএম আবু বককর সিদ্দিককে
সভাপতি, এইচএম ইসমাইল হোসে কে সহসভাপতি এবং মোঃ
মাহবুবুর রহমানকে সাধারণ সম্পাদক করে জেলা কমিটি ঘোষনা
করা হয়। পূর্নাঙ্গ কমিটি পরে ঘোষনা করা হবে।