বাংলার প্রতিদিন ডটকমঃ-
জিয়া অরফানেজ রায়কে ঘিরে বিএনপির তিন নেতাকে আদালত প্রাঙ্গণে প্রবেশ করতে দেখা গেছে। তাঁরা হলেন দলের মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর, স্থায়ী কমিটির সদস্য ড. খন্দকার মোশাররফ হোসেন ও আমীর খসরু মাহমুদ চৌধুরী।
আজ বৃহস্পতিবার দুপুর দেড়টার দিকে তিন নেতা পুরান ঢাকার বকশীবাজারে স্থাপিত বিশেষ আদালতে প্রবেশ করেন। এর কিছুক্ষণ পর বিএনপির চেয়ারপারসন খালেদা জিয়া আদালতে পৌঁছান। তিনি এজলাসে বসেছেন।
জিয়া অরফানেজ ট্রাস্ট দুর্নীতি মামলার রায় ঘোষণা করবেন বিশেষ আদালতে বিচারক ড. মো. আখতারুজ্জামান।