রামগঞ্জ প্রতিনিধি :
লক্ষ্মীপুরের রামগঞ্জ উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক বাহার ভিপির
দরবেশপুর গ্রামের বাসভবন, , ইউপি বিএনপি নেতা আবুল বাসারের
জামতলী বাজার অজিফা সুপার মার্কেট, হাজীর পোলের বাজার কমিটির
সভাতি সফিকুল ইসলাম, দরবেশপুর ইউপি যুবদলের সাধারণ সম্পাদক
সফিকুর রহমানের বসত বাড়িতে বোমা হামলা ও ভাংচুর ঘটনা ঘটেছে।
স্থানীয়রা জানান বেগম খালেদা জিয়ার মামলার রায়কে কেন্দ্র করে বুধবার
গভীররাতে মোটর সাইকেল মহড়া দিয়ে সরকার দলীয় কয়েকজন উচ্ছৃংখলা
কর্মীরা উপজেলা বিএনপি সাধারণ সম্পাদক,সাবেক ইউপি চেয়ারম্যান
মাহবুবুর রহমান বাহার ভিপির বাসভবন,উপজেলা বিএনপি নেতা আবুল
বাসারের অজিফা সুপার মার্কেটে এসিড নিক্ষেপ,যুবদলের নেতা
সফিকুল ইসলাম ও সফিকুর রহমানের বসত বাড়িতে ককটেল ফাটিয়ে
আতংক করে।
সৃষ্ট ঘটনায় মার্কেটের মালিক আবুল বাসার থানায় বাদী হয়ে মামলা
করেন।
থানা অফিসার ইনচার্জ ওসি মোহাম্মদ তোতা মিয়া জানান ঘটনা
সত্যতা তদন্ত চলছে। অপরাধীকে সনাক্ত চলছে।