বড়াইগ্রাম (নাটোর) প্রতিনিধি:-
বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়ার সাচার রায়ের পর প্রতিবাদি
আন্দোলনের বিরুদ্ধে বড়াইগ্রামে প্রতিবাদি মিছিল করেছে বড়াইগ্রাম
পৌর আওয়ামীলীগ। আজ শনিবার বিকেলে বড়াইগ্রাম পৌরসভার লক্ষীকোল বাজার
থেকে শুরু হয়ে রাজ্জাক মোড় হয়ে লক্ষীকোল বাজারে চৌরাস্তায় পথসভার মাধ্যমে
এ মিছিল শেষ হয়। উক্ত পথসভার সভাপত্তিত্ব করেন বড়াইগ্রাম পৌর আওয়ামীলীগ
এর সহ-সভাপতি আঃ আজিজ জোয়ার্দার। প্রধান অথিতি বড়াইগ্রাম পৌর
আওয়ামীলীগ এর সধারন সম্পাদক মাহবুব-উল- হক বাচ্চু, বড়াইগ্রাম পৌর
আওয়ামীলীগ এর সহ-সভাপতি হোসেন আলী সরকার, বড়াইগ্রাম পৌর
আওয়ামীলীগ প্রচার সম্পাদক হযরত আলী, বড়াইগ্রাম পৌর সভার প্যানেল মেয়র
জালাল উদ্দিন, বড়াইগ্রাম ইউনিয়নের সহ-সভাপতি আঃ রাজ্জাক, বড়াইগ্রাম
ইউনিয়নের প্যানেল চেয়ারম্যান নুর ইসলাম সিদ্দিক, বড়াইগ্রাম পৌর ওয়ার্ড
আওয়াসীলীগ সধারন সম্পাদক মসলেম উদ্দিন, যুবলীগ নেতা শহীদুল ইসলাম বক্তব্য
রাখেন।