অনলাইন ডেস্কঃ-
স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান কামাল বলেছেন, শিগগিরই সাংবাদিক দম্পতি সাগর-রুনি হত্যার তদন্ত প্রতিবেদন আদালতে জমা দেবে র্যাব। সর্বোচ্চ গুরুত্ব দিয়ে এই হত্যাকাণ্ডের তদন্ত করা হচ্ছে বলেও জানান তিনি। ২১ ফেব্রুয়ারি উপলক্ষে আজ রবিবার সচিবালয়ে আইনশৃঙ্খলা-সংক্রান্ত এক বৈঠক শেষে সাংবাদিকদের স্বরাষ্ট্রমন্ত্রী এসব কথা বলেন।
এ সময় খালেদা জিয়াকে কারাগারে ডিভিশন দেওয়া প্রসঙ্গে সাংবাদিকদের প্রশ্নের জবাবে মন্ত্রী বলেন, তার একটি সামাজিক মর্যাদা রয়েছে। একটি বৃহত্তর দলের চেয়ারপারসন তিনি। এসব বিষয় মাথায় রেখেই তাকে কারাগারে ডিভিশনের প্রাপ্ত সব সুবিধা দেওয়া হচ্ছে।
আসাদুজ্জামান খান কামাল জানান, ২১ ফেব্রুয়ারি আন্তর্জাতিক মাতৃভাষা দিবস উপলক্ষে শহীদ মিনার এলাকায় বিশেষ স্টিকারযুক্ত গাড়ি ছাড়া অন্য কোনো গাড়ি প্রবেশ করতে পারবে না। ওই দিন আইনশৃঙ্খলা বাহিনীর বিশেষ টহল থাকবে। গোটা শহীদ মিনার এবং আশপাশের এলাকা বিশেষ নজরদারিতে থাকবে।