ঝালকাঠি সংবাদদাতাঃ- মহিলা বিষয়ক অধিদফতরের কর্মজীবী
ল্যাকটেটিং মাদার সহায়তা কর্মসূচির উপকারভোগীদের স্বাস্থ্যসেবা
জোরদার করার লক্ষ্যে ঝালকাঠির সদর উপজেলা পরিষদ মিলনায়তনে
বৃহস্পতিবার হেলথ ক্যাম্প অনুুিষ্ঠত হয়েছে। জেলা প্রশাসক মোঃ
মিজানুল হক চৌধুরী প্রধান অতিথি হিসেবে ক্যাম্প উদ্বোধন
করেন। অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) মোঃ জাকির হোসেনের
সভাপতিত্বে সিভিল সার্জন ডা. মোঃ আবদুর রহিম, উপজেলা
নির্বাহী অফিসার মুহম্মাদ মকবুল হোসেন, উপজেলা ভাইস
চেয়ারম্যান মোঃ লিয়াকত আলী খান, জেলা মহিলা বিষয়ক কর্মকর্তা
মোঃ আলতাফ হোসেন, জেলা আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক
তরুন কুমার কর্মকার, পৌর কাউন্সিলর মোঃ হুমায়ূন কবীর প্রমুখ
বক্তৃতা করেন। ক্যাম্পে পাঁচ শতাধিক মায়ের স্বাস্থ্য পরীক্ষাসহ ব্যবস্থাপত্র
প্রদান এবং তাদের মধ্যে বিভিন্ন স্বাস্থ্য উপকরণ বিতরণ করা হয়।