স্পোর্টস ডেস্কঃ-
তিনি ছিলেন বাংলাদেশ জাতীয় দলের সাবেক কোচ। খুব বেশি দিন হয়নি পদত্যাগ করেছেন। বলা হচ্ছে চন্ডিকা হাথুরুসিংহের কথা। এখন তিনি শ্রীলঙ্কা জাতীয় দলের কোচ। শুধু তাই নয়, বাংলাদেশে প্রথম সফরে এসে রীতিমতো নাকানি-চুবানি খাইয়েছেন লাল-সবুজের দলকে। তাঁর অধীনে ত্রিদেশীয় সিরিজ এবং টেস্ট সিরিজের পর টি-টোয়েন্টিতেও বাংলাদেশ দলকে একরকম নাস্তানাবুদ করে ছেড়েছে শ্রীলঙ্কা।
বিষয়টি নিয়ে কম আলোচনা-সমালোচনা হয়নি। এখন চলছে চুলচেরা বিশ্লেষণ। অবশ্য আগে থেকেই একটা কথা বারবার আলোচনা হয়েছিল, বাংলাদেশের খেলোয়াড়দের নাড়ি-নক্ষত্র ভালোই জানা বর্তমান শ্রীলঙ্কার কোচ হাথুরুসিংহের। তিনিই পারেন সিরিজের একটা পার্থক্য গড়ে দিতে।
শেষ পর্যন্ত লঙ্কান কোচ স্বীকার করেছেন, বাংলাদেশের ক্রিকেটারদের সম্পর্কে তাঁর জানাশোনাটাই সিরিজে পার্থক্য গড়ে দিয়েছে। আজ শনিবার সিলেটে সংবাদ সম্মেলনে হাথুরুসিংহে বলেন, “যদি সত্যি বলতে হয়, আমি বল ‘হ্যাঁ’। ওদের (বাংলাদেশ) ক্রিকেটারদের বেশ কজনকে নিয়ে আমাদের আলাদা পরিকল্পনা ছিল। আমি জানতাম, চাপের মধ্যে তারা কেমন করে, কীভাবে খেলে। সে পরিকল্পনা অনুযায়ী আমরা সফল হয়েছি।”
দলের এই সাফল্যে দারুণ খুশি শ্রীলঙ্কার কোচ, ‘ব্যক্তিগতভাবে আমার জন্য এটি খুবই ভালোলাগার যে, এই সফরে আমাদের দল দারুণ খেলেছে। অবশ্য প্রথম দুই ম্যাচে ওরা (বাংলাদেশ) বেশ দাপট দেখিয়েছে। সেটা প্রত্যাশিতই ছিল। পরে আমরা যেভাবে ঘুরে দাঁড়িয়েছি, তাতে আমি খুবই আনন্দিত।’
তবে বাংলাদেশের সাফল্য কামনা করতে ভুলেননি হাথুরুসিংহে, ‘বাংলাদেশ ভালো করুক এটা আমি সবসময়ই চাই। তাদের পথচলায় আমার নজর থাকবে।’
আগামীকাল রোববার সিরিজের শেষ টি-টোয়েন্টিতে মুখোমুখি হবে বাংলাদেশ ও শ্রীলঙ্কা। সিলেট আন্তর্জাতিক ক্রিকেট স্টেডিয়ামে ম্যাচটি শুরু হবে বাংলাদেশ সময় বিকেল ৫টায়।