অনলাইন ডেস্কঃ-
নির্বাচনের সময় বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়া কারাগারে থাকলেও বিএনপিকে নিয়েই সরকার নির্বাচনে যেতে চায় বলে জানিয়েছেন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের। তিনি বলেন,‘বিএনপিকে নিয়েই আমরা ইনক্লুসিভ একটা নির্বাচন করতে চাই।’
আজ রোববার দুপুরে রাজধানীর ধানমণ্ডিতে আওয়ামী লীগের যৌথসভায় এসব কথা বলেন ওবায়দুল কাদের।
আন্দোলনের অক্ষমতা ঢাকতে বিএনপি শান্তিপূর্ণ কর্মসূচিকে কৌশল হিসেবে নিয়েছে বলে অভিযোগ করেন সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী।
বিএনপি নেতাকর্মীদের বিশৃঙ্খলার অভিযোগ তুলে ওবায়দুল কাদের বলেন, ‘আজকেও তাঁরা বিশৃঙ্খলা করেছে স্মারকলিপি দিতে গিয়ে। শান্তিপূর্ণ কর্মসূচি। পারে না বলেই শান্তিপূর্ণ, এটা তাদের অক্ষমতার জন্য। শান্তিপূর্ণ শব্দটি ব্যবহার করছে। যখনই সুযোগ পায়, তখনই তাঁরা লন্ডন দূতাবাসে হামলা, হাইকোর্টের সামনে যে ঘটনা ঘটেছে, সেটা হলো বিএনপির আসল রূপ, আসল চরিত্র।’
কারাবন্দি বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়ার মামলার রায়ের আগে গঠনতন্ত্র থেকে সাত ধারা তুলে নেওয়া ও বিএনপির বর্তমান ভারপ্রাপ্ত চেয়ারম্যানকে নিয়েও প্রশ্ন তোলেন কাদের।
আওয়ামী লীগ নেতা বলেন,‘এই ৭ ধারা তুলে নেওয়ার পর এখন বিএনপি আত্মস্বীকৃত একটা দুর্নীতিবাজ দল। আজকে তারেক রহমানকে ভারপ্রাপ্ত চেয়ারম্যান করার জন্যই কি ৭ ধারা তড়িঘড়ি করে তুলে দেওয়া হলো? আমি এই প্রশ্নটার জবাব চাই। বিএনপিকে নিয়েই আমরা ইনক্লুসিভ একটা নির্বাচন করতে চাই।’
বিএনপিকে সঙ্গে নিয়ে আগামী নির্বাচনকে সরকার প্রতিদ্বন্দ্বিতামূলক এবং গ্রহণযোগ্য করতে চায় বলেও দাবি করেন সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদের।
৭ মার্চ বঙ্গবন্ধুর ঐতিহাসিক ভাষণের দিনটি উদযাপন উপলক্ষে সোহরাওয়ার্দী উদ্যানের জনসভা সফল করতে আজ এই যৌথসভার আয়োজন করে আওয়ামী লীগ। এ সময় দলের সাধারণ সম্পাদকসহ কেন্দ্রীয় নেতাদের সঙ্গে এ সভায় অংশ নেন ঢাকা এবং আশপাশের কয়েকটি সাংগঠনিক জেলার সভাপতি, সাধারণ সম্পাদক ও সংশ্লিষ্ট এলাকার সংসদ সদস্যরা।