জাকির হোসেন, পীরগঞ্জ (ঠাকুরগাঁও) থেকেঃ ঠাকুরগাঁওয়ের পীরগঞ্জে চলতি
এসএসসি পরীক্ষায় শিক্ষকদের সহযোগীতায় অবাধে চলছে নকল। পীরগঞ্জ
মডেল সরকারি প্রাথমিক বিদ্যালয় পরীক্ষা কেন্দ্রের ৫নং কক্ষে শিক্ষকদের
সহযোগীতায় এসএসসি (ভোকেশাল) পরীক্ষায় বই খুলে পরীক্ষা দিচ্ছে
পরিক্ষার্থীরা। সোমবার ভোকেশনাল শিক্ষার্থীদের বিষয় ভিত্তিক ট্রেড পরীক্ষায়
এমনটি ঘটে। বিষয়টি মুহুর্তের মধ্যেই ছড়িয়ে পড়লে এলাকায় ব্যাপক
চাঞ্চল্যের সৃষ্টি হয়। সচেতন অভিভাবক মহল বিষয়টি জানতে পেরে গণমাধ্যম
কর্মীদের অবগত করলে অভিভাবকদের অভিযোগের প্রেক্ষিতে স্থানীয় গণমাধ্যম
কর্মীরা সরেজমিনে পীরগঞ্জ মডেল সরকারী প্রাথমিক বিদ্যালয় পরীক্ষা কেন্দ্র
পরিদর্শন করতে গেলে পরীক্ষা কেন্দ্রে প্রবেশ করতে সাংবাদিকদের বাঁধা
প্রদান করা হয়। অন্যদিকে পরীক্ষা কেন্দ্রর কিছু শিক্ষার্থী জানায় তারা
শিক্ষকদের টাকা দিয়ে ম্যানেজ করে নকল করছে। শিক্ষার্থী প্রতি ২০০-৫০০
টাকা করে দিলেই পরীক্ষা শুরুর ১ঘন্টার মধ্যেই গাইডবই সহ উত্তরপত্র
পরীক্ষার্থীদের কাছে পৌঁছে দিচ্ছে শিক্ষকরা। এছাড়াও নকল সরবরাহ করার জন্য
বিভিন্ন পদ্ধতি অবলম্বন করেন শিক্ষকরা। যারা টাকা দিচ্ছে তারাই শুধু নকলের
কপি পাচ্ছে এমনটাই জানান নাম প্রকাশে অনিচ্ছুক কিছু পরীক্ষার্থী।
আব্দুল করিম নামে এক অভিভাবক জানান, দীর্ঘদিন ধরে নকল দিয়ে এ কেন্দ্রে
পরীক্ষা অনুষ্ঠিত হচ্ছে। এতে অনেক শিক্ষক জড়িত রয়েছে। এ ব্যাপারে কেন্দ্র
সচিব মফিজুল হক জানান, বিষয়টি আমি জানিনা। তবে নকল মুক্ত
পরিবেশে পরীক্ষা অনুষ্ঠিত হচ্ছে। এ বিষয়ে পীরগঞ্জ উপজেলা নির্বাহী
অফিসার এ ডবিøউ এম রায়হান শাহ্ধসঢ়; বলেন, বিষয়টি দুঃখজনক, আমি
আজকে আইন শৃঙ্খলা মিটিং এ ব্যস্ত ছিলাম তাই পরীক্ষা কেন্দ্র পরিদর্শনে
যেতে পারিনি। তবে বিষয়ে তদন্ত করে ব্যবস্থা গ্রহণ করা হবে।