ক্রীড়া প্রতিবেদক:-
টানা দুই ম্যাচ জিতে নিজেদের চতুর্থ ম্যাচে এসে পরাজিত হয়েছিল লিজেন্ডস অব রূপগঞ্জ। পঞ্চম ম্যাচে এসে আবারও জয়ের ধারায় ফিরেছে তারা। রূপগঞ্জের জয়ের দিন জিতেছে আবাহনী লিমিটেডও। জয়ের মুখ দেখেছে বর্তমান চ্যাম্পিয়ন গাজী গ্রুপ ক্রিকেটার্সও।
আজ বৃহস্পিতবার মিরপুর শেরেবাংলা স্টেডিয়ামে রূপগঞ্জের প্রতিপক্ষ ছিল প্রাইম দোলেশ্বর স্পোর্টিং ক্লাব। অধিনায়ক নাঈম ইসলামের সঙ্গে মুশফিকুর রহিম ও আব্দুল মজিদের তিন অর্ধশতকে প্রাইম দোলেশ্বরকে ৫৫ রানে পরাজিত করেছে রূপগঞ্জ।
টসে হেরে প্রথম ব্যাট করা রূপগঞ্জকে এ দিনও এগিয়ে নিয়েছেন উদ্বোধনী ব্যাটসম্যান মজিদ। উদ্বোধনী জুটিতে ৫২ রান তুলেছেন মোহাম্মদ নাঈমকে সঙ্গে নিয়ে। ৭৫ বলে ৫৯ রান করে ফিরেছেন মজিদ।
উইকেটরক্ষক মুশফিকুর রহিম ও অধিনায়ক নাঈম ইসলামের ব্যাটে রূপগঞ্জ পায় বড় সংগ্রহের ভিত। তারা দুজনে মিলে গড়েন ৯২ রানের জুটি। মুশফিক ৬৭ বলে রান করেছেন ৬৫। অন্যদিকে দলের ইনিংসে সর্বোচ্চ ৭৮ রান এসেছে নাঈমের ব্যাট থেকেই। ৫০ ওভার শেষে রূপগঞ্জের সংগ্রহ দাঁড়ায় সাত উইকেটে ২৭২ রান। আরাফাত সানি তিন উইকেট নিয়েছেন দোলেশ্বরের পক্ষে।
দ্বিতীয় ইনিংসের শুরু থেকেই রূপগঞ্জের বোলারদের হাতেই ছিল ম্যাচের নিয়ন্ত্রণ। শরিফুল্লাহর ৪১ রান আর উদ্বোধনী ব্যাটসম্যান ইমতিয়াজের ৩৫ রান ছাড়া দোলেশ্বরের আর কেউই দাঁড়াতে পারেনি পয়েন্ট টেবিলের দ্বিতীয় স্থানে থাকা রূপগঞ্জের সামনে। ২১৭ রানে গুটিয়ে যাওয়া দোলেশ্বরের চার ব্যাটসম্যানকে তুলে নেন মোশাররফ হোসেন রুবেল। রূপগঞ্জ অধিনায়ক নাঈমের হাতে তুলে দেওয়া হয় ম্যাচ সেরার পুরস্কার।
দিনের আরেক ম্যাচে সাভারে এনামুল হক বিজয়ের শতক আর মাশরাফি বিন মুর্তজার পাঁচ উইকেটে আবাহনী ৪৭ রানে জিতেছে শেখ জামাল ধানমণ্ডির বিপক্ষে। প্রথমে ব্যাটিং নেমে বিপর্যয়ে পড়লেও এনামুলের শতকে নিজেদের ইনিংসে সাত উইকেট হারিয়ে আবাহনী পুঁজি গড়ে ২৭২ রানেই। ১২২ বলে ১১৬ রান করেন এনামুল। মোসাদ্দেক হোসেন সৈকতের ব্যাট থেকে আসে ৪৯ রান। রবিউল হক শিকার করেন তিন উইকেট।
ব্যাটিংয়ে নেমে মাশরাফির তোপের মুখে পড়ে শেখ জামাল। অধিনায়ক নুরুল হাসান সোহান শেখ জামালকে নেতৃত্ব দিয়েছেন সামনে থেকেই। তবে তার ৮৩ রানের ইনিংস শুধু পরাজয়ের ব্যবধানই কমিয়েছে। মাশরাফি বিন মর্তুজা এদিন আগুন ঝরিয়েছেন বিকেএসপির চার নাম্বার মাঠে। ৮.৩ ওভারে ২৯ রানে জাতীয় ওয়ানডে দলের অধিনায়ক তুলে নিয়েছেন পাঁচ উইকেট। ম্যাচ সেরাও নির্বাচিত হয়েছেন নড়াইল এক্সপ্রেস।
একই ভেন্যুর তিন নাম্বার মাঠে গাজী গ্রুপ ক্রিকেটার্স দুই উইকেটের দারুণ জয় পেয়েছে ব্রাদার্স ইউনিয়নের বিপক্ষে। প্রথমে ব্যাট করে দেবব্রত দাসের শতকে ভর করে ব্রাদার্স স্কোরকার্ডে জড়ো করে পাঁচ উইকেট হারিয়ে ২৭৩ রান। জবাবে দুই উইকেট হাতে রেখেই গাজী গ্রুপ পৌঁছে যায় জয়ের বন্দরে। গুরকিরাত সিং অপরাজিত থাকেন ৭১ রানে। ম্যাচের সেরা খেলোয়াড় হিসেবেও বেছে নেওয়া হয় এই ভারতীয়কেই।