রামগঞ্জ প্রতিনিধি :
লক্ষ্মীপুরের রামগঞ্জ উপজেলার পাঁচতারা সমাজ কল্যাণ যুব সমাজের উদ্যোগে
বৃহস্প্রতিবার রাত সাড়ে দশটায় দল্টা ডিগ্রী কলেজের মাঠে ডে -নাইট
গোল্ডকাপ সর্টপিচ ক্রিকেট টুর্নামেন্ট ফাইনাল খেলায় বিজয়ীদের মধ্যে
পুরুস্কার বিতরণ করা হয়। সমাজ কল্যাণ পরিষদের সভাপতি মহসিন
আহম্মদের সভাপতিত্বে প্রধান অতিথি ছিলেন উপজেলা আ’লীগের
সভাপতি এডভোকেট সফিক মাহমুদ পিন্টু। বিশেষ অতিথি ছিলেন দল্টা
রহমানিয়া উচ্চ বিদ্যালয়ের প্রাক্তণ প্রধান শিক্ষক ইলিয়াছ হোসেন
ভ’ইঁয়া, কলেজের সহকারী অধ্যাপক আবুতাহের,আ’লীগ নেতা
নুরমোহাম্মদ বাবলু, তসলিম হোসেন,তাজুল ইসলাম,জসিম
উদ্দিন,আজিজ ভ’ইয়া,আবু সুফিয়ান ভ’ইয়া, যুবলীগ নেতা জাকির
ভ’ইয়া,জুয়েল, উপজেলা ছাত্রলীগের নেতা সহেল চৌকিয়া,রতন পাটোয়ারী
প্রমূখ। বক্তব্য শেষে অতিথির হাত থেকে পুরুস্কার গ্রহণ করেন বিজয়ী ও
বিজেতা খেলোয়াড় গণ।