নিজস্ব প্রতিবেদকঃ
ঢাকার সাভার উপজেলার আশুলিয়া থানার বিভিন্ন এলাকায় অবাধে চলছে চায়না
নাগরিক কর্তৃক ডিজিটাল জুয়া-এসব জুয়ার টাকা জোগাড় করতে জুয়ারুরা এলাকায়
চুরি, ডাকাতিসহ বিভিন্ন অপরাধ করছে। এ ব্যাপারে প্রতিকার চেয়ে এলাকাবাসী
পুলিশ প্রশাসনের হস্তক্ষেপ কামনা করছেন।
২৪ ফেব্রুয়ারী শনিবার বিকালে দেখা যায়, আশুলিয়া থানার মনির মার্কেট এলাকায়
প্রকাশ্যে জুয়া চলছে। অন্যরকম জুয়া খেলা দেখতে গ্রেমর্সের মত, কিথিত ডিজিটাল
জুয়া।এ জুয়া খেলে জুয়ারুরা টাকা হেরে গিয়ে তারা চুরি, ডাকাতিসহ বিভিন্ন
অপরাধে জড়িত হচ্ছে বলে স্থানীয়রা জানান।
স্থানীয়রা বলেন, এসব জুয়া ৪-৫টি স্পটে চালানো হচ্ছে। আরাফ, মেহেদী, নাজমুল,
জীবন, ও কামাল এ প্রতিনিধিকে বলেন, অনেক দিন ধরে এসব চায়না মালিক কর্তৃক
জুয়া পরিচালনা করেন স্থানীয় কিছু প্রভাবশালী চক্র। তারা জানান, এসব সঙ্গে
জড়িতরা কিছু পুলিশকে ম্যানেজ করে জুয়া চালায়।
এ ব্যাপারে আশুলিয়া থানার ওসি আব্দুল আউয়াল বলেন, ঠিক আছে আমি দেখছি,
ব্যবস্থা নেয়া হবে।