বাংলার প্রতিদিন ডটকম ঃ- পর্যায়ক্রমে প্রতিটি বিভাগে একটি করে মেডিকেল বিশ্ববিদ্যালয় করা হবে। এছাড়া প্রতিটি জেলায় সরকারি বা বেসরকারিভাবে বিশ্ববিদ্যালয় করা হবে।
যাতে করে শিক্ষার্থীরা এলাকায় থেকে উচ্চ শিক্ষা লাভ করতে পারে। বলেছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা।প্রধানমন্ত্রীর কার্যালয়ের শাপলা মিলনায়তনে রোববার সকালে বাংলাদেশ বিশ্ববিদ্যালয় মঞ্জুরী কমিশনের (ইউজিসি) উদ্যোগে ‘প্রধানমন্ত্রী স্বর্ণপদক’ ২০১৫ ও ২০১৬ প্রদান অনুষ্ঠান তিনি এসব কথা বলেন।
প্রধানমন্ত্রী বলেন, আগে গবেষণায় ও আইসিটি খাতে তেমন ফান্ড ছিল না। কিন্তু আওয়ামী লীগ সরকার সে ফান্ড প্রদান করে আসছে। অভিভাবকদের চাপ কমাতে শিক্ষার্থীদের দায়িত্ব নিয়েছে সরকার।
কর্মসংস্থান বৃদ্ধি করতে সরকারের পাশাপাশি বেসরকারি খাতকে উন্মুক্ত করে দিয়েছি।এবছর পাবলিক ও প্রাইভেট বিশ্ববিদ্যালয়ের ২৬৫ জন কৃতি শিক্ষার্থী স্ব-স্ব অনুষদে সর্বোচ্চ নম্বর বা সিজিপিএ অর্জনের স্বীকৃতি হিসেবে ‘প্রধানমন্ত্রী স্বর্ণপদক’পেয়েছেন। ২০১৫ সালের জন্য ১২৪ জন এবং ২০১৬ সালের জন্য ১৪১ শিক্ষার্থী এ পদকে ভূষিত হন।