নিজস্ব প্রতিবেদকঃ
ঢাকা জেলার সাভার উপজেলার আশুলিয়া থানার জামগড়া বেরুণ এলাকার ইষ্টাণ হাউজিং ও নেক্সট কালেকশন লিঃ এই দুই কোম্পানির জমি দখলকে কেন্দ্র করে এক সাংবাদিকের বাড়ি দখলের অভিযোগ উঠেছে।
ডিজিটাল মিডিয়ার “বাংলার প্রতিদিন” অনলাইন পত্রিকার সাভার প্রতিনিধিঃ সাংবাদিক/ মোস্তফা কামালের বাড়ি, ঘর ও জমি দখল করে নিয়ে সাইনবোড লাগিয়েছে বেলাল হোসেন। এর কারণে ওই সাংবাদিকের পরিবারটি দিশেহারা হয়ে পড়েছেন, শিশু সন্তানসহ পরিবারের লোকজন খেয়ে না খেয়ে মানবেতর জীবনযাপন করছেন বলে জানান এলাকাবাসী।
২৬ ফেব্রুয়ারী রবিবার দুপুরে সরেজমিনে গেলে, স্থানীয়রা বলেন, মোস্তফা কামাল একজন ভালো মানুষ, তিনি সাংবাদিকতা করেন, আমরা জানি না, কিন্তু প্রায় এক যুগ ধরে এই এলাকায় আছেন তিনি, আমরা কখনো দেখিনি যে সে কারো সাথে বিবাদ করছে। উক্ত জমি স্থানীয় রোমান ভুঁইয়া কিনে ছিলেন ইষ্টাণ হাউজিং এর কাছ থেকে, এর পর রোমান ভুঁইয়া আবার বিক্রি করেন মোস্তফা কামালের কাছে। এর অনেকদিন পর কামাল, ওই জমিতে ঘর, বাড়ি করেন, দোকান ভাড়া দেন, এবং নিজেরা সহপরিবারে বসবাস করছিলেন, হঠাৎ একদিন বেলাল হোসেন তার জমির স্থাপনাসহ দখল করে সাইনবোড লাগিয়ে দিয়েছেন।
সুত্রে জানা গেছে, দুই কোম্পানীর এ ব্যাপারে যে কোনো সময় মারামারি ও বড় ধরণের ঝামেলা হতে পারে বলে স্থানীয়রা আশংকা করছেন। এদিকে কামাল যে জমি ক্রয় করেছেন, তাহার এস এ, খতিয়ান ২৯৮ ও আর এস, খতিয়ান ৪১১। এ বিষয়ে মোস্তফা কামাল বাদী হয়ে আশুলিয়া থানা একটি সাধারণ ডায়েরি করেছেন। পুলিশ একাধিকবার তদন্ত করেছেন, এ বিষয়ে নেক্সট কালেকশনের ব্যবস্থাপনা পরিচালক বেলাল হোসেনেন সাথে যোগাযোগ করার চেষ্টা করলে তাকে পাওয়া যায়নি।
এ বিষয়ে ইষ্টাণ হাউজিং এর সাভারের ম্যানেজার আসাদ উল্লাহ সরকার এ প্রতিনিধিকে জানান, আমরা আইনের পক্ষে আছি। আইনের প্রতি শ্রদ্ধা ও সম্মান আছে বলেই কোনো ঝামেলা করিনি।
এ ব্যাপারে ২৬ ফেব্রুয়ারি ২০১৮ ইং আশুলিয়া থানার ওসি তদন্ত আতাউর রহমান উক্ত ঘটনাস্থলে গিয়ে আবার নতুন করে তদন্ত করেছেন। তিনি সাংবাদিকদের সাথে কোনো কথা বলেননি।