বেসামরিক বিমান পরিবহন ও পর্যটন মন্ত্রী রাশেদ খান মেনন আজ বলেছেন, আগামী ৪ আগস্ট থেকে এ বছরের হজ ফ্লাইট শুরু হয়ে ৫ সেপ্টেম্বর পর্যন্ত ফ্লাইট চলবে।
সচিবালয়ে মন্ত্রণালয়ের সভাকক্ষে ২০১৬ সালের হজযাত্রী পরিবহন কার্যক্রম সুষ্ঠু, ফলপ্রসু ও নির্বিঘœভাবে সম্পাদনের লক্ষ্যে অনুষ্ঠিত এক আন্ত:মন্ত্রণালয় সভা শেষে মন্ত্রী সাংবাদিকদের জানান, ফিরতি হজ্জ ফ্রাইট পরিচালনা করা হবে ১৭ সেপ্টেম্বর থেকে ১৫ অক্টোবর পর্যন্ত।
এর আগে বেসামরিক বিমান পরিবহন ও পর্যটন মন্ত্রী রাশেদ খান মেননের সভাপতিত্বে সভায় জাননো হয়, এ বছর এক লাখ এক হাজার ৭৫৮ জন বাংলাদেশি নাগরিক পবিত্র হজ পালন করতে পারবেন।
এসব যাত্রীদের অর্ধেক যাত্রী বাংলাদেশ বিমানে এবং অর্ধেক যাত্রী সৌদিয়া এয়ারলাইন্স পরিবহন করবে।
প্রতি ফ্লাইটে তিনজনের বেশি মোয়ালে¬ম নেয়া যাবে না। এবং থার্ড ক্যরিয়ারের মাধ্যমে হজ্জ ফ্লাইট পরিচালনা করা যাবে না।
প্রথমবারের মতো হজে গমনেচ্ছুদের ফিঙ্গারপ্রিন্ট বাধ্যতামূলক করা হয়েছে।
জনপ্রতি ৪৬ কে জি মালামাল পরিবহন করা যাবে এবং জমজমের পানি বিমান মন্ত্রণালয় ও ধর্ম মন্ত্রণালয়ের ব্যবস্থাপনায় এনে জনপ্রতি পাঁচ লিটার করে দেয়া হবে।
হজ উপলক্ষে বিভিন্ন দায়িত্ব পালনের জন্য সৌদি আরবে গমণকারীরা হজ পালন করতে পারবেন না।
সভায় উপস্থিত বেসামরিক বিমান পরিবহন ও পর্যটন মন্ত্রী রাশেদ খান মেনন এমপি এবং ধর্মমন্ত্রী অধ্যক্ষ মতিউর রহমান স্ষ্ঠুু ও সুন্দরভাবে হজ পালনে সকলের সহযোগিতা কামনা করেন।