বেনাপোল প্রতিনিধিঃ-
বিজিবির মহাপরিচালক মেজর জেনারেল আবুল হোসেন বলেন,
মায়ানমার আšতজার্তিক আইন লংঘন করে সীমাšেতর জিরো
পয়েন্টে সেনা সমাবেশ করেছেন। আমরা পতাকা বৈঠক করে
তাদেরকে জানিয়েছি আšতজার্তিক আইন লঙঘন করে তোমরা
আমাদেরকে না জানিয়ে সীমাšেত সেনা সমাবেশ করতে পারো
না। আমাদের সীমান্তেও বিজিবিকে সতর্কাবস্থায় রাখা হয়েছে।
আমাদের দেশ ২০৪১ সালে সমৃদ্ধশালী দেশে রুপাšতরিত হতে যাচ্ছে।
সে আদলে সীমাšত সুরক্ষার জন্য সব রকম ব্যবস্থা নেয়া হচ্ছে ।
অচিরেই সীমান্ত সড়ক তৈরী করা হবে।
আজ শুক্রবার রাত ১০ টায় যশোর’র শার্শা উপজেলার শালকোনা
সীমান্তে বিজিবি’র একটি নতুন কম্পোজিট বিওপি ক্যাম্প
উদ্বোধন শেষে একটি খেলার মাট উদ্ভোধন করার পর সাংবাদিকদের
প্রশ্নের জবাবে এ কথা বলেন বিজিবি’র মহা পরিচালক এ কথা
বলেন।
অনুষ্টানে তার সাথে ছিলেন বিজিবির উপ-মহাপরিচালক
ব্রিগেডিয়ার জেনারেল আনিছুর রহমান, দক্ষিন পশ্চিম অঞ্চলের
রিজিয়ন কমান্ডার ব্রিগেডিয়ার জেনারেল খালিদ আল মামুন, সেক্টর
কমান্ডার কর্নেল তৌহিদুল ইসলাম, ৪৯ বিজিবি’র কমান্ডিং
অফিসার লেঃ কর্নেল আরিফুল হক, লে. কর্নেল খবির উদ্দিন, পরে দক্ষিন
পশ্চিম অনচলের রিজিয়ন কমান্ডার ব্রিগেডিয়ার খালিদ আল মানুন
বলেন, মায়ানমার সীমান্তে যেকোন পরিস্থিতি মোকাবেলা করতে
প্রস্তুত আছি।