রুবেল মাদবর,মুন্সীগঞ্জ প্রতিনিধিঃ
মুন্সীগঞ্জে পতাকা দিবসে স্বাধীনতার প্রতীক মুক্তিযুদ্ব ভাস্কর্র্য‘পতাকা একাত্তর’ (দেশের প্রথম) এর
আনুষ্ঠানিক উদ্বোধন করা হয়েছে। মুন্সীগঞ্জ শহরের প্রধান সড়কের লিচুতলা মোড়ে ভাষ্কর্যটি নির্মান
করা হয়েছে। একাত্তর জন বীর মুক্তিযোদ্ধা ৭১টি শান্তির পায়রা উড়িয়ে আনুষ্ঠানিকভাবে পতাকা
একাত্তর’ভাষ্কর্যটি উদ্বোধন করেন।শুক্রবার (২ মার্চ ১৮) বিকেলে জেলা প্রশাসক ও জেলা কমান্ডার
(ভারপ্রাপ্ত) সায়লাফারজানার সভাপতিত্বে অনুষ্ঠানে আরো উপস্থিত ছিলেন মুন্সীগঞ্জ-২ আসনের সাংসদ
সাগুফতা ইয়াসমিন এমিলি, জেলা পুলিশ সুপার জায়েদুল আলম পিপিএম, জেলা পরিষদ চেয়ারম্যান ও
জেলা আওয়ামী লীগের সভাপতি মোহাম্মদ মহিউদ্দিন, বাংলাদেশ সংবাদ সংস্থা (বাসস) ব্যবস্থাপনা
পরিচালক আবুল কালাম আজাদ, কালের কন্ঠ পত্রিকার সম্পাদক ও লেখক ইমদাদুল হক মিলন, ঢাকা
বিশ্ববিদ্যালয়ের চারুকলা বিভাগের ডিন অধ্যাপক আবুল বারাক আলবি, বাংলাদেশের চিত্রশিল্পী ও
কার্টুনিস্ট শিশির ভট্টাচার্য্য, সদর উপজেলা চেয়ারম্যান ও মুক্তিযোদ্ধা আনিসুজ্জামান আনিস, সাবেক
সংসদ সদস্য ইদ্রিস আলি।এ উপলক্ষ্যে র্যালি,আলোচনা সভা এবং সাংস্কৃতিক অনুষ্ঠানের আয়োজন
করা হয়। ভাষ্কর ছিলেন রুপম রায়,পরিকল্পনা ও নির্দেশনায় ছিলেন ইমরান হোসেন পিপলু, মহান
স্বাধীনতার চেতনা নব প্রজন্মের কাছে তুলে ধরার লক্ষ্যে এ ভাষ্কর্য টি নির্মিত হয়। ভাষ্কর্যটির মুল
থিমে ছিল ঐতিহাসিক ৬ দফা থেকে স্বাধীনতার অর্জন জাতীয় পতাকা।