নিজস্ব প্রতিবেদকঃ
ঢাকার আশুলিয়া-গাজীপুরের সীমান্তের বাগবাড়ী এলাকায় এক যুবক কর্তৃক ৪ বছরের এক
শিশুকে ছুরি দিয়ে জবাই করে হত্যার চেষ্টার ঘটনা ঘটেছে। এ সময় শিশু মেয়েটি বাঁচার জন্য
চিৎকার দিলে স্থানীয় লোকজন এগিয়ে আসলে ঘাতক যুবক পালিয়ে যায় বলে স্থানীয়রা জানান।
শনিবার জানা গেছে, আশুলিয়ার বাগবাড়ি এলাকার মন্ডল বাড়ির আজিম মন্ডলের মেয়ে মোছাঃ
আমিনা আক্তার (৪) কে শুক্রবার সন্ধার দিকে তার নিজ বাড়ি থেকে ডেকে নিয়ে যায় অন্তর নামের
এক যুবক।
পরে বাগানের ভিতরে শিশুটিকে ছুরি দিয়ে জবাই করার চেষ্টা ও কুপিয়ে জখম করে
পালিয়ে যায় ঘাতক অন্তর নামের এক যুবক।
এ ঘটনার সময় অন্য একজন শিশু মোহাম্মদ (৫)
উপস্থিত ছিলো বলে এ প্রতিনিধিকে জানান, যে অন্তর তাদের একই বয়সের তিনজন শিশুকে
বিভিন্ন প্রলোভনে বাগানে ডেকে নেয়, সেও পরিচিত সেখানে যেতেই চাকু বেড় করেই
আমেনা কে জবাই করতে গলায় আঘাত করে, এরপর জবাই করতে ব্যর্থ হয়ে আবার বুকে আঘাত
করে কুপিয়ে রক্তাক্ত করলে সবাই চিল্লাপাল্লা করে চিৎকার দিলে এসময় লোকজন ছুটে আসলে
আহত আমেনা কে ফেলে ঘাতক অন্তর পালিয়ে যায়। পরে তাকে উদ্ধার করে রাতেই চিকিৎসা করার
জন্য স্থানীয় হাসপাতালে ভর্তি করা হয়।
শনিবার দুপুরে এ ব্যাপারে আহত শিশু আমেনা আক্তার এর চাচা কবির মন্ডল বলেন, অন্তর নামের ওই
যুবক ছেলেটি তার বাড়ির তিনজন শিশুকে বিভিন্ন প্রলোভনে বাগানের ভিতরে ডেকে নিয়ে
যায়, এরপর তার ভাইয়ের মেয়ে আমেনা কে জবাই করে হত্যার চেষ্টা করে অন্তর স্থানীয় সরকার
বাড়ির ছেলে।তিনি বলেন, এর রহস্য কি আমি জানিনা, ওই ঘাতক ছেলেটিও তাদের পরিচিত।
ঘটনার সময় আমেনার সাথে থাকা অন্য শিশুরা চিৎকার দিলে ঘাতক যুবক অন্তর পালিয়ে যায়।
স্থানীয়রা ধারণা করছেন, কোনো কারণে হয়ত শিশুটিকে হত্যা করার জন্য বাগানে নিয়ে এ
ঘটনাটি ঘটিয়েছে অন্তর সরকার। যুবক অন্তর, স্থানীয় শরিফ সরকারের ছেলে।
উক্ত বিষয়ে সরেজমিনে গিয়ে জানা যায়,আমেনা নামের মেয়েটিকে যে হত্যার চেষ্টা করেছে,
তার বাবা একজন নাট্যশিল্পী অভিনেতা-শরিফ সরকার।
শরিফ সরকারের বাড়িতে এবিষয়ে জানার জন্য
গেলে, ওই বাড়িতে কাউকে পাওয়া যায়নি। অন্তরসহ তার পরিবারের সদস্যরা বাড়ি-ঘর ছেড়ে
কোথায় গিয়েছেন কেউ বলতে পারছে না। বিষয়টি রহস্যজনক বলে মনে করছেনে স্থানীয়
অনেকেই।
এ ব্যাপারে পারিবারিক ও স্থানীয়দের নিয়ে বিচারের চেষ্টা চলছে। ঘটনার বিষয়ে
থানা পুলিশকে জানানো হয়েছে। এ ব্যাপারে স্থানীয় হাজী মোঃ আইনউদ্দিন, মোঃ ফারুক
হোসেন, জসিম উদ্দিনসহ স্থানীয় রাজনৈতিক নেতাগণ জানান, গ্রামেই বিচার করা হবে,
তা যদি ব্যর্থ হয়, পরে থানায় মামলা করে আইনগত ব্যবস্থা নেয়া হাবে। আহত শিশুকে ঘটনাস্থল
থেকে উদ্ধার করে রাতেই স্থানীয় হাসপাতালে চিকিৎসা করার জন্য ভর্তি করা হয়েছে।