বাংলার প্রতিদিন ডেস্কঃ-
ছুরিকাঘাতে আহত অধ্যাপক ড. জাফর ইকবালকে এয়ার অ্যাম্বুলেন্সে করে রাজধানীর সম্মিলিত সামরিক হাসপাতাল (সিএমএইচ)-এ আনা হচ্ছে।
সিলেট কোতোয়ালি থানার ওসি গউসুল হোসেন বিষয়টি নিশ্চিত করেছেন
শনিবার বিকাল ৫টার পরে সিলেট শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় ক্যাম্পাসে এক অনুষ্ঠানে শিক্ষার্থী ও পুলিশের উপস্থিতিতে জনপ্রিয় এই লেখক-অধ্যাপকের উপর হামলা হয়।
হামলার পর প্রথমে তাকে সিলেট এমএজি ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালে নেওয়া হয়। সেখান থেকেই তাকে ঢাকার সিএমএইচে স্থানান্তর করা হচ্ছে।