এস.এম. সাইফুল ইসলাম কবির, বাগেরহাট অফিস : বাগেরহাটের শরণখোলায় শরীরে আগুন ধরিয়ে আত্মহত্যার চেষ্টা চালিয়েছেন কমলা নূরী (২০) নামের এক গৃহবধু। ঘটনাটি ঘটেছে শনিবার সকাল ১০টার দিকে উপজেলা সাউথখালী ইউনিয়নের বকুলতলা গ্রামে। ওই গৃহবধুর শরীরের প্রায় ৬০ ভাগ মারাত্মক দগ্ধ হয়েছে। তার অবস্থা আশঙ্কাজনক বলে চিকিৎসকরা জানিয়েছেন। তাকে শরণখোলা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে প্রাথমিক চিকিৎসা শেষে এদিন দুপুর ১২টার দিকে খুলনা মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে। স্বামী ও শ্বাশুড়ির অমানুষিক নির্যাতন সইতে না পেয়ে এক সন্তানের মা কমলা নূরী শরীরে কেরোসিন ঢেলে আগুন দিয়েছেন বলে পুলিশ, পরিবার ও স্থানীয় একাধিক সূত্রে জানা গেছে।
ওই গৃহবধু উপজেলার ধানসাগর ইউনিয়নের পশ্চিম রাজাপুর গ্রামের মৃত. মোক্তার খলিফার মেয়ে। একবছর আগে প্রেমের সম্পর্কের মাধ্যমে একই উপজেলার বকুলতলা গ্রামের মোতালেব হাওলাদারের ছেলে মো. ইলিয়াস হাওলাদারের সাথে তার বিয়ে হয়। তাদের ঘরে আরমান নামের তিন মাসের একটি পুত্র সন্তান রয়েছে। ইলিয়াসের এটি দ্বিতীয় বিয়ে।
কুমিল্লার একটি মাছের আড়তে কর্মরত কমলার ভাই মো. আলামিন খলিফা মোবাইল ফোনে বলেন, কমলা চট্টগ্রামের একটি পোশাক কারখানায় (গার্মেন্ট) কাজ করতো। কলসি দিঘিরপাড় একা বাসা নিয়ে থাকতো সে। ওই একই এলাকায় ইলিয়াস একটি খাবার হোটেলে বয় হিসেবে কাজ করার সুবাদে তাদের মধ্যে পরিচয় ঘটে। একপর্যায়ে তাদের মধ্যে প্রেমের সম্পর্ক গড়ে ওঠে। একবছর আগে তারা নিজেরাই বিয়ে করে। এসময় ইলিয়াস তার প্রথম স্ত্রী ও সন্তানের কথা গোপন রাখে। পরে তারা চট্টগ্রাম থেকে বাড়িতে চলে আসে।
আলামিন আরো বলেন, ইলিয়াসের মা, বাবা ও পরিবারের লোকেরা কমলাকে মেনে নিতে পারেনি। বিভিন্নভাবে নির্যাতন চলতে থাকে তার ওপর। স্বামী ও শ্বাশুড়ি মিলে নানাভাবে শারিরীক ও মানুষিক নির্যাতন চালায়। এনিয়ে বহুবার স্থানীয় মেম্বার ও গণ্যমান্যরা সালিস-বৈঠক করেও নির্যাতন বন্ধ হয়নি। এক সপ্তাহ আগেও আমি গিয়ে তাদেরকে মিলিয়ে দিয়ে এসেছি। স্বমী ও শ্বাশুড়ির নির্যাতন সহ্য করতে না পেরেই আমার বোন গায়ে আগুন ধরিয়ে আত্মহত্যার করতে চেয়েছে। এব্যাপারে মামলা করা হবে বলে আলামিন জানিয়েছেন।
স্থানীয় ২ নম্বর বকুলতলা ওয়ার্ডের ইউপি সদস্য মো. দেলোয়ার হোসেন খলিল জানান, ইলিয়াস এবং তার মা তাসলিমা বেগম খুব খারাপ প্রকৃতির মানুষ। তারা দুজনে মিলে কমলাকে মারধরসহ নানাভাবে নির্যাতন করতো। তিন-চার মাস আগে তার শরীরে কারেন্ট শক দিয়েছে ইলিয়াস। এনিয়ে স্থানীয়বাবে একাধিকবার সালিস করা হয়েছে। কিন্তু কিছুদিন পর পর আবার নির্যাতন শুরু হয়।
শরণখোলা উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা. অসিম কুমার সমাদ্দার বলেন, গৃহবধুর অবস্থা আশঙ্কাজনক। তার শরীরের ৬০ভাগ মারাতত্মক ক্ষতিগ্রস্ত হয়েছে। তাকে প্রাথমিক চিকিৎসা শেষে আমি এবং ওসি সাহেব টাকাপয়সা দিয়ে খুলনা মেডিকেল কলেজ হাসাপাতালে পাঠানোর ব্যবস্থা করেছি।
শরণখোলা থানার অফিসার ইন চার্জ (ওসি) মো. কবিরুল ইসলাম জানান, সকাল সাড়ে ১০টার দিকে খবর পেয়ে হাসাপাতালে গিয়ে অগ্নিদগ্ধ গৃহবধুর খোঁজখবর নিয়ে দ্রæত তাকে খুলনা মেডিকেলে পাঠানোর ব্যবস্থা করা হয়। পারিবারিক নির্যাতনের ফলে এ ঘটনা ঘটেছে বলে প্রাথমিকভাবে জানা গেছে। বিষয়টি তদন্ত চলছে। ##
বাগেরহাটের শরণখোলায় স্কুলের গাছে সভাপতির কুড়াল রক্ষক যখন ভক্ষক!
এস.এম. সাইফুল ইসলাম কবির, বাগেরহাট অফিস : বাগেরহাটের শরণখোলায় একটি সরকারি স্কুলের কয়েক হাজার টাকা মূল্যের গাছ কর্তন করে আত্মসাৎ করার অভিযোগ উঠেছে ম্যানেজিং কমিটির সভাপতির বিরুদ্ধে। উপজেলার ৯০নং উত্তর খোন্তাকাটা আদর্শ সরকারি প্রাথমিক বিদ্যালয়ে সম্প্রতি এমন ঘটনা ঘটেছে।
স্থানীয় বাসিন্দা আঃ ছালাম হাওলাদার সহ অনেকে বলেন, আঃ সবুর আকন দীর্ঘদিন ধরে উত্তর খোন্তাকাটা আদর্শ সরকারি প্রাথমিক বিদ্যালয়ের ম্যানেজিং কমিটির সভাপতির দায়িত্বে থেকে নানা অনিয়ম করে যাচ্ছেন। স্কুলটির ক্ষুধে শিক্ষার্থীদের লেখাপড়ার মান উন্নয়ন কিংবা স্কুল উন্নয়নের কথা চিন্তা না করে স্কুলের সম্পদের দিকে লোলুভ দৃষ্টি দেন তিনি। সম্প্রতি স্কুলের প্রধান শিক্ষক আঃ আজিজ চিকিৎসার উদ্দেশ্যে ভারতে যায়। এ সুযোগ কাজে লাগিয়ে সহকারী শিক্ষক তাওহীদের যোগসাজসে স্কুলের সীমানায় থাকা একটি মেহগিনী গাছ সহ কয়েকটি গাছ কেটে তা তিনি আত্মসাতের চেষ্টা করে। যাকে সরকারি সম্পদ রক্ষার দায়িত্ব দেয়া হয়েছে তিনি নিজেই এখন ভক্ষকের ভূমিকায় অবতীর্ণ হয়েছেন। এছাড়া সহকারি শিক্ষক তাওহীদের কাছ থেকে গোপনে মাসোহারা নিয়ে তাকে ক্লাস ফাঁকি দিতে উৎসাহিত করছেন সভাপতি। যার ফলে ওই শিক্ষক স্কুল চলাকালীন সময়ও স্থানীয় বাজারে ঔষধের ফার্মেসী পরিচালনা করেন। তবে এ ব্যাপারে সহকারী শিক্ষক তাওহীদ সকল অভিযোগ মিথ্যা দাবী করলেও স্কুল সীমানার গাছ কর্তনের সাথে সভাপতি জড়িত বলে তিনি জানান। অন্যদিকে, বিদ্যালয়ের সভাপতি ও আওয়ামীলীগ নেতা আঃ সবুর আকন বলেন, তিনি শিক্ষকদের সাথে আলাপ করে গাছ কর্তন করেছেন। তবে, তা আত্মাসাতের উদ্দেশ্যে নয়। স্থানীয় একটি মসজিদের দান করার ইচ্ছা রয়েছে তার। তাই উক্ত বিষয়ে কাউকে কিছু অবহিত করার প্রয়োজন মনে করেননি তিনি।