বাংলার প্রতিদিন ডটকম ঃ- দুর্বৃত্তের হামলায় আহত শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের অধ্যাপক জাফর ইকবালকে ঢাকায় সম্মিলিত সামরিক হাসপাতালে (সিএমএইচ) আনা হয়েছে। বিশেষজ্ঞ চিকিৎসকের অধীনে তার চিকিৎসা শুরু হয়েছে।এর আগে শনিবার রাত সাড়ে দশটার পর তাকে বহনকারী এয়ার অ্যাম্বুলেন্স (বিমান বাহিনী হেলিকপ্টার) সিলেট ওসমানী বিমান বন্দর থেকে ঢাকার পথে রওয়ানা করে। রাত সাড়ে এগারটার দিকে ঢাকায় পৌঁছায়।
বিকেল পাঁচটা ৩৫ মিনিটের দিকে শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের মুক্তমঞ্চের অনুষ্ঠানে অধ্যাপক জাফর ইকবালকে ছুরিকাঘাত করেন অজ্ঞাত পরিচয়ের যুবক। সেখান থেকে তাকে উদ্ধার করে হাসপাতালের ১১ নম্বর ওয়ার্ডে ভর্তি করা হয়।
পরে সন্ধ্যা ছয়টা ২৭ মিনিটের দিকে তাকে হাসপাতালের অপারেশন থিয়েটারে (ওটি) নেয়া হয়।প্রধানমন্ত্রী শেখ হাসিনার নির্দেশে ড. জাফর ইকবালকে ঢাকায় আনা হয়। এই হামলার নিন্দা জানিয়েছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা।
দ্রুত অপরাধীকে আইনের আওতায় আনার নির্দেশ দিয়েছেন তিনি। সার্বক্ষণিক তার খোঁজ নিচ্ছেন প্রধানমন্ত্রী।এদিকে, শাহজালাল বিশ্ববিদ্যালয়ের কম্পিউটার সায়েন্স অ্যান্ড ইঞ্জিনিয়ারিং বিভাগের অধ্যাপক মুহম্মদ জাফর ইকবালের ওপর হামলাকারীর পরিচয় পাওয়া গেছে। তার নাম ফয়জুর রহমান ওরফে ফয়জুল (২৪)।বিশ্ববিদ্যালয় ক্যাম্পাসের পাশের কুমারগাঁওয়ের শেখপাড়ার বাসিন্দা ফয়জুর রহমান।
তার মূল বাড়ি সুনামগঞ্জের জগন্নাথপুরে।অপরদিকে, ড. মুহম্মদ জাফর ইকবালের ওপর হামলাকারী ওই যুবককে র্যাবের কাছে হস্তান্তর করা হয়েছে। শনিবার রাত ৯টার দিকে তাকে র্যাব-৯ এর হাতে তুলে দেয়া হয়।হামলাকারীকে বিশ্ববিদ্যালয় মেডিকেল সেন্টারের একজন চিকিৎসক প্রাথমিক চিকিৎসা দেন।
এরপরই জ্ঞান ফিরে আসে তার।চিকিৎসা শেষে তাকে জিজ্ঞাসাবাদ ও তদন্ত শুরু হবে বলে জানিয়েছেন র্যাব-৯ এর অধিনায়ক লে. কর্নেল আলী হায়দার আজাদ আহম্মেদ।নিজের ক্যাম্পাসে আক্রান্ত অধ্যাপক মুহম্মদ জাফর ইকবালের মাথায় চারটি আঘাতের ক্ষত পেয়েছেন চিকিৎসকরা।
এছাড়া তার বাঁ হাত ও পিঠ ছুরিকাঘাতের জখম হয়েছে।ওসমানী মেডিকেলের পরিচালক ব্রিগেডিয়ার জেনারেল মাহবুবুল হক জানান, জাফর ইকবালের মাথায় চারটি আঘাত করা হয়েছে। এছাড়া তার বাঁ হাত ও পিঠে ছুরিকাঘাতের জখম রয়েছে। তার শরীরে ২৫ থেকে ২৬টি সেলাই পড়েছে।