নাটোরের গুরুদাসপুর পৌরসদরের চাঁচকৈড় হারিবাসর মন্দিরের আয়োজনে প্রতিবছরের ন্যায় এবারেও মহা
ধুমধামে শুরু হয়েছে ৫৬ প্রহরব্যাপী শ্রী শ্র্রী মহানামযজ্ঞানুষ্ঠান ও রাধা গোবিন্দের লীলা কীর্তন।
চাঁচকৈড় হরিবাসর মন্দিরের সভাপতি শ্রী বিমল চন্দ্র কুন্ডু ও সাধারণ সম্পাদক শ্রী প্রণয় বর্মন জগো
জানান, শুক্রবার বিকেলে শুভ অধিবাস ও মঙ্গলঘট স্থাপনের মধ্য দিয়ে চাঁচকৈড় হরিবাসর মন্দিরে শুরু হয়েছে
৫৬ প্রহরব্যাপী শ্রী শ্রী মহানামযজ্ঞানুষ্ঠান ও রাধা গোবিন্দের লীলা কীর্তন।
অনুষ্ঠানে নামসুধা পরিবেশনায় থাকছেন সিলেটের গোপাল জিউ সম্প্রদায়, কুমিল্লার বেদবারি
সম্প্রদায়, গোপালগঞ্জের দিপুশ্রী সম্প্রদায়, নোয়াখালির মীরার প্রভুজী সম্প্রদায়, ঝিনাইদহের
গৌরহরি সম্প্রদায় ও ফরিদপুরের কৃষ্ণ বাসুদেব সম্প্রদায়। এছাড়াও লীলারঙ্গ পরিবেশনায় থাকছেন
লালপুরের মিহির চন্দ্র ঘোষ, সাতক্ষীরার হরিদাস সরকার ও ঢাকার রুনা দাস।
ইতিমধ্যেই ওই মহানামযজ্ঞানুষ্ঠান ও লীলা কীর্তনে দুর দুুরান্তের এলাকা থেকে রাধা গোবিন্দ ভক্তবৃন্দ
যোগদান করতে শুরু করেছেন।#