বাংলার প্রতিদিন ডটকম,
সরকারি চাকরিতে বিদ্যমান কোটা সংস্কারের পাঁচ দফা দাবিতে আবারও রাজধানীর শাহবাগে অবস্থান নিয়েছেন সাধারণ শিক্ষার্থীরা। আজ রোববার বেলা ১১টা থেকে দুপুর ১টা পর্যন্ত এই কর্মসূচি পালিত হয়।
এর আগে ঢাকা বিশ্ববিদ্যালয়ের (ঢাবি) কেন্দ্রীয় গ্রন্থাগার ও পাবলিক লাইব্রেরি থেকে শিক্ষার্থীরা মিছিল নিয়ে শাহবাগের জাতীয় জাদুঘরের সামনে অবস্থান নেন।
এ সময় শাহবাগ থানা পুলিশ আন্দোলনকারীদের শান্তিপূর্ণভাবে কর্মসূচি পালন করার জন্য আহ্বান জানায়।
চাকরিপ্রত্যাশীদের পাঁচ দফা দাবির মধ্যে রয়েছে—কোটা শতকরা ৫৬ থেকে ১০ ভাগে নিয়ে আসা, কোটায় যোগ্য প্রার্থী না পাওয়া গেলে ওই সব পদে মেধাভিত্তিক নিয়োগ দেওয়া, কোটায় বিশেষ নিয়োগ পরীক্ষা না নেওয়া, অভিন্ন বয়সসীমা নির্ধারণ করা, কোটা সুবিধা একাধিকবার ব্যবহার না করা।
অবস্থান কর্মসূচিতে শিক্ষার্থীরা বিভিন্ন পোস্টার-ফেস্টুনে ‘ইহা কোটা নয়, বৈষম্য’, ‘কোটা দিয়ে আমলা নয়, মেধা দিয়ে আমলা চাই’, ‘১০% বেশি কোটা নয়’, ‘স্বাধীনতার মূলমন্ত্র কোটাপ্রথার সংস্কার কর’—বিভিন্ন লেখা প্রদর্শন করে। এর আগে গত ১৭ ও ২৫ ফেব্রুয়ারি মানববন্ধন কর্মসূচি পালন করেন চাকরিপ্রত্যাশীরা।
আন্দোলনকারীদের আহ্বায়ক ঢাবির শিক্ষার্থী হাসান আল মামুন বলেন, ‘সিভিল সার্ভিস কমিশনে যোগ্যতা ছাড়াও শুধু কোটার কারণে তাঁরা নিয়োগ পাচ্ছেন। এটা লাখ লাখ বেকারের সঙ্গে এক ধরনের প্রতারণা। আমরা কোটার বিরুদ্ধে নই। কোটা থাকুক। তবে সেটা শতকরা ১০ ভাগের বেশি নয়।’
পরবর্তী সময়ে আন্দোলনের ঘোষণা দিয়ে হাসান আল মামুন বলেন, ‘আগামী ১৪ মার্চ সারা দেশে জেলা প্রশাসক কার্যালয়ের সামনে ও ঢাকায় জনপ্রশাসন মন্ত্রণালয়ের সামনে মানববন্ধন কর্মসূচি পালন করা হবে ।