অনলাইন ডেস্কঃ-
জনপ্রিয় লেখক ও শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের (শাবিপ্রবি) শিক্ষক অধ্যাপক ড. জাফর ইকবালের ওপর সন্ত্রাসী হামলার ঘটনায় থানায় অভিযোগ দায়ের করেছে বিশ্ববিদ্যালয় প্রশাসন।
শাবিপ্রবির রেজিস্ট্রার ইশফাকুল হোসেন জানান, ঘটনাস্থলে থাকা দুজন শিক্ষকের জবানবন্দি নিয়ে থানায় মামলার জন্য অভিযোগ দায়ের করেছেন তাঁরা। কম্পিউটার সায়েন্স অ্যান্ড ইঞ্জিনিয়ারিং বিভাগের সহকারী অধ্যাপক সাইফুল ইসলাম ও ইলেকট্রিক্যাল অ্যান্ড ইলেকট্রনিকস ইঞ্জিনিয়ারিং বিভাগের শিক্ষক রিতেশ্বর তালুকদার এ ঘটনার চাক্ষুষ সাক্ষী। তাঁদের বক্তব্য অভিযোগে যুক্ত করা হয়েছে বলেও জানান তিনি।
তবে জালালাবাদ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) শফিকুল ইসলাম জানান, মামলার বিষয়টি এখনো প্রক্রিয়াধীন। মামলাটি কোন ধারায় করা হচ্ছে বা কখন করা হচ্ছে, সে সম্পর্কে কিছু বলেননি।
প্রত্যক্ষদর্শীরা জানান, গতকাল বিশ্ববিদ্যালয়ের ইলেকট্রিক্যাল অ্যান্ড ইলেকট্রনিকস ইঞ্জিনিয়ারিং (ইইই) বিভাগের একটি উৎসব ছিল। সেই উৎসবে অংশ নিয়ে অন্যদের সঙ্গে মুক্তমঞ্চে বসে ছিলেন মুহম্মদ জাফর ইকবাল। এক যুবক হঠাৎ পেছন থেকে তাঁর মাথায় ছুরিকাঘাত করেন।
সঙ্গে সঙ্গেই হামলাকারীকে ধরে ফেলে পুলিশ ও শিক্ষার্থীরা। পরে তাঁকে গণপিটুনি দিয়ে আইনশৃঙ্খলা বাহিনীর হাতে তুলে দেওয়া হয়। রাতে তাঁকে নেওয়া হয় র্যাব হেফাজতে। হামলাকারী এখন সিলেট সম্মিলিত সামরিক হাসপাতালে চিকিৎসাধীন।