সোহেল রানা,(হিলি) দিনাজপুর প্রতিনিধি:দিনাজপুরের হাকিমপুর উপজেলার
বোয়ালদাড় ইউনিয়ানের বৈ-গ্রামে বিরোধপূর্ন পুকুরের কুচুরিপানা পরিষ্কার
করাকে কেন্দ্র করে প্রতিপক্ষের হামলায় বোয়ালদাড় ইউনিয়ান যুবলীগ সভাপতি ও
কলেজ শিক্ষক মো:বদিউজ্জামান সুজন(৩৩) নিহত হয়েছেন।আজ শনিবার(০৬ আগষ্ট)
সকাল ০৮টায় বোয়ালদাড় ইউনিয়ানের বৈ-গ্রামে এই ঘটনাটি ঘটে।কিছুক্ষণের মধৌ
সুজনের নিহতের খবর গ্রামে ছড়িয়ে পড়লে গ্রামবাসী বিক্ষুব্ধ হয়ে পড়ে
একপর্যায়ে গ্রামবাসী হামলাকারী সফিকুল ইসলামের বাড়ি ভাংচুর করে এবং
বাড়িতে আগুন ধরিয়ে দেয়।পরে ফায়ার সাভির্সের দমকল বাহিনি সেখানে এসে আগুন
নিয়ন্ত্রনে আনে।এরকম পরিস্থিতিতে,গ্রামে অতিরোক্ত পুলিশ মোতায়েন করা
হয়েছে।এই ঘটনার পর থেকে হামলাকারী সফিকুল ইসলাম ও তার ছেলে রবিউল ইসলাম
পলাতক রয়েছেন।নিহত বদিউজ্জামান সুজন হলো ঐ গ্রামের মো:সেলিম মাষ্টারের
ছেলে ও এসপি মোছা:সুমি আক্তারের ভাই।এলাকাবাসী সূত্রে জানা যায়,আজ শনিবার
সকালে বৈ-গ্রাম যুব ক্লাবের সদস্যরা বিরোধপূর্ন পুকুরের কুচুরিপানা
পরিষ্কার করছিল,এমনতো অবস্থায় সফিকুল ইসলাম ও তার ছেলে এসে পুকুরের
মালিকানা দাবি করে। [বাকি অংশ পরের ইমেলে পাঠিয়ে দিচ্ছি আগে নিউজ আপডেট
করবেন না একপর্যায়ে তাদের মাঝে বির্তকিত শুরু হয় এবং পুকুরপাড়ে দাড়িয়ে থাকা সুজনকে
পিছন দিক থেকে মাথায় আঘাত করে এবং সে সঙ্গে সঙ্গে মাটিতে পড়ে যায়।এই
মুমূর্ষ অবস্থায় তাকে উদ্ধার করে হাকিমপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে
নিয়ে গেলে কর্মরত চিকিৎসক তাকে রংপুর মেড়িকেল কলেজ হাসপাতালে রের্ফাড় করে
এবং যাওয়ার পথে সে মারা যায়।হাকিমপুর থানার ভার-প্রাপ্ত কর্মকতা(ওসি)
আব্দুস সবুর জানান,এই বিষয়ে থানায় এখনো মামলা হয় নি।মরাদেহ ময়না তদন্তের
জন্য দিনাজপুর মেড়িকেল হাসপাতালে মর্গে পাঠানো হয়েছে।