মেহেদী হাসান উজ্জল,ফুলবাড়ী (দিনাজপুর) প্রতিনিধি:
“মানসম্মত শিক্ষা শেখ হাসিনার দিক্ষা” এই প্রতিপাদ্যকে সামনে রেখে
দিনাজপুরের ফুলবাড়ীতে বিভিন্ন কর্মসুচির মধ্যদিয়ে জাতীয় প্রাথমিক
শিক্ষা সপ্তাহ ২০১৮ পালিত হয়েছে। উপজেলা প্রাথমিক শিক্ষা অফিসের
উদ্যোগে সকাল ১০টায় উপজেলা চত্বর থেকে এক বর্ণাঢ্য র্যালী বের হয়ে
শহরের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ করে উপজেলা চত্বরে এসে শেষ হয়।
র্যালী শেষে প্রাথমিক শিক্ষা অফিসার হাসিনা ভুইয়া এর সভাপতিত্বে
উপজেলা সভাকক্ষে আয়েজিত আলোচনা সভায় প্রধান অতিথির বক্তব্য রাখেন
উপজেলা আওয়ামীলীগের সভাপতি হায়দার আলী শাহ্ধসঢ়;।
বিশেষ অতিথির বক্তব্য রাখেন উপজেলা আওয়ামীলীগের সাধারন সম্পাদক
মুশফিকুর রহমান বাবুল,কাজিহাল ইউপি চেয়ারম্যান মানিক রতন,উপজেলা
কৃষি অফিসার কৃষিবিদ এ, টি,এম হামীম আশরাফ,কৃষি সম্প্রসারন
অফিসার রুম্মান আখতার,সহকারী প্রথামক শিক্ষা অফিসার নুরুজ্জামান
মিঞা।
এ সময় বিভিন্ন সরকারী প্রাথমিক বিদ্যালয়ের শিক্ষক/শিক্ষিকা,বিভিন্ন
সরকারী কর্মকর্তা কর্মচারী ও ছাত্র/ছাত্রীরা উপস্থিত ছিলেন। উল্ল্যেক্ষ
জাতীয় প্রাথমিক শিক্ষা সপ্তাহ উপলক্ষে উপজেলা প্রাথমিক শিক্ষা অফিসের
উদ্যোগে দুইদিন ব্যাপী এক শিক্ষা মেলার আয়োজন করা হয়।