নাটোর প্রতিনিধি:-
বুধবার (০৭ মার্চ) দুপুরে নাটোরের লালপুর উপজেলার গোপালপুরে বঙ্গবন্ধু শেখ
মুজিবুর রহমানের ৭ই মার্চের ভাষণ উপলক্ষে মোটর সাইকেল শোভাযাত্রা করতে
গিয়ে মধু (২২) ও মামুন (২৪) নামের দুই ছাত্রলীগ কর্মী আহত হয়েছে।
আহতরা রাজশাহী জেলার চারঘাট উপজেলার বাকরা গ্রামের এমদাদুল হক মোল্লা ও
একই গ্রামের সোয়াদ আলীর ছেলে। আহতদের আশংকাজনক অবস্থায় রাজশাহী
মেডিকেলে ভর্তি করা হয়েছে।
জানাগেছে, আগামী সংসদ নির্বাচনে নাটোর-১ আসেনে আওয়ামী লীগের
৩ জন মনোনয়ন প্রত্যাশী কর্ণেল রমজান আলী সরকার, শামীম আহমেদ সাগর ও
আবুল হোসেনের নেতৃত্ব আওয়ামী লীগের একাংশ মোটর সাইকেল শোভাযাত্রা
বের করে। শোভাযাত্রাটি উপজেলার গোপালপুর হতে ওয়ালিয়া যাবার পথে মামুনের
মোটর সাইকেলটি গোপালপুর পৌর এলাকায় রাস্তার পাশে থেমে থাকা একটি
ট্রাকে ধাক্কা দেয়। এতে মোটর সাইকেলে থাকা মধু ও মামুন ছিটকে পড়ে
আহত হয়।
এ দুর্ঘটনার কারণে শোভাযাত্রাটি সমাপ্ত ঘোষনা করা হয়।