আরিফুল ইসলাম (আরিফ),ময়মনসিংহ, ভালুকা,প্রতিনিধি, ভালুকা উপজেলা হল রুমে জাতীয় শিক্ষা সপ্তাহ উৎযাপন উপলক্ষে শিক্ষা মেলা ও মীনা প্রদর্শনীর আয়োজন করা হয়েছে। প্রদর্শনী মেলায় প্রধান অতিথি হিসাবে উপস্থিত ছিলেন ভালুকা উপজেলা পরিষদের চেয়ারম্যান আলহাজ মোঃ গোলাম মোস্তফা বলেন সকলের শিশুদেরকে প্রাথমিক শিক্ষার মাধ্যমে সু শিক্ষায় গড়ে তোলতে হবে। তিনি আরও বলেন একাডেমীক ও প্রাকৃতিক শিক্ষার মাধ্যমে বিজ্ঞান সম্মত মেধাবী সু-নাগরিক হিসাবে গড়ে তোলা সম্ভব। তার জন্য প্রাথমিক পর্যায়ের শিক্ষক ও অভিভাবকদেরকে অগ্রণী ভূমিকা পালন করতে হবে। কোন শিশু যেন প্রাথমিক পর্যায়ে শিক্ষা থেকে ঝড়ে না পড়ে এবং শিক্ষার আলো থেকে বঞ্চিত না হয় তার জন্য শিক্ষক ও অভিভাবক মহলকে সতর্ক দৃষ্টি রাখতে হবে। কালে এসব কথা বলেন। অনুষ্ঠানের সভাপতি উপজেলার শিক্ষা বান্ধব নির্বাহী অফিসার ভারপ্রাপ্ত দিপায়ন দাশ শুভ এর সভাপতির বক্তব্যে বলেন, মেলার মূল লক্ষ্য ও উদ্দেশ্য যথাযথভাবে পালন ও বাস্তবায়নের মাধ্যমে প্রাথমিক পর্যায়ে উন্নত শিক্ষা ব্যবস্থা চালু করা যায়। এই জন্য প্রয়োজন শিক্ষকদের অগ্রণী ভূমিকা। এতে বক্তব্য রাখেন উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান রফিকুল ইসলাম পিন্টু, ভাইস চেয়ারম্যান মনিরা সুলতানা মনি, উপজেলা সহকারী শিক্ষা অফিসার হারুন শিকদার, প্রাথমিক শিক্ষক কে.এম.ইদ্রিস আলী, আশ্রাফ উদ্দিন ও আব্দুল ওয়াদুদ মিয়া। অনুষ্ঠানে স্বাগত বক্তব্য রাখেন উপজেলা শিক্ষা অফিসার শহিদুজ্জামান। এর আগে ফিতা কেটে ৩ দিন ব্যাপি এ আয়োজন শুরু হয়। মেলায় প্রাথমিক বিদ্যালয়ের শিক্ষকদের পক্ষ থেকে ১২টি স্টল স্থাপন করা হয়েছে। যাতে প্রাথমিক শিক্ষার উপকরণ প্রদর্শন করা হচ্ছে। নির্বাহী অফিসারের সভাপতিত্বে অনুষ্ঠানে উপজেলা চেয়ারম্যান আলহাজ্ব মোঃগোলাম মোস্তফা প্রধান অতিথির উপস্থিতিতে পুরষ্কার বিতরন করেন। এতে প্রথম স্থান অধিকার করেছে উপজেলা সদর এবং পশ্চিম পাড়াগাঁও ক্লাস্টার দ্বিতীয় স্থান, তৃতীয় স্থান অধিকার করেছে বিরুনীয়া ক্লাস্টার। ১২ মার্চ এই মেলার সমাপ্তি হবে।