বখতিয়ার ঈবনে জীবন,ডোমার(নীলফামারী) প্রতিনিধি :
নীলফামারীর ডোমারে ১০ চাকার ট্রাকের আঘাতে বাড়ীঘড় লন্ডভন্ড, এক মহিলা গুরুত্বর আহত হয়েছে।
ঘটনাটি ঘটেছে উপজেলা সদর ইউনিয়নের বড়রাউতা পরিষদ পাড়া গ্রামে। সরেজমিনে যানাযায়, আজ
শুক্রবার ভোর ৬টায় ডোমার থেকে ছেড়ে আসা পঞ্চগড় গামী ঢাকা মেট্রো- ট-২০- ৪৫৬৭, মনিষা
ট্রেডার্স নামক ১০ চাকার একটি ট্র্যাক নিয়ন্ত্রন হারিয়ে পরিষদ পাড়া এলাকার এমদাদুল হকের বাড়ীতে
প্রবেশ করে ৪টি ঘড় ভাংচুর করে। এ সময় ঘড়ে থাকা এমদাদুলের মেয়ে ৩ সন্তানের জননী লাভলী বেগম (২২)
ট্র্যাকের চাপায় গুরুত্বর আহত হয়ে রংপুর মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি রয়েছে বলে পরিবারের পক্ষ থেকে
যানাযায়। এলাকাবাসী ট্র্যাক ড্রাইভার এরশাদ হোসেন (৩২) কে আটক করে পুলিশের হাতে তুলে দেয় এবং
হেলপার পালিয়ে যায়। বেলাল হোসেনের স্ত্রী শিল্পী বেগম জানান, আমার ননদ লাভলী বেগম সন্তান প্রসবের জন্য
এখানে আসে, তার ৪০ দিন বয়সের একটি ছেলে সন্তান রয়েছে। দূর্ঘটনার কিছুক্ষণ পূর্বে শিশুটি
কান্না করলে তাকে নিয়ে আমি ঘড়ের বাহিরে আসি, খানিক পড়ে দেখী ট্র্যাকটি দ্রুত গতিতে
বাড়ীতে প্রবেশ করে মুহুত্বের মধ্যে সব লন্ড ভন্ড করে দেয় এবং লাভলী গুরুত্বর আহত হয়। পরে তাকে উদ্ধার করে রংপুর
মেডিকেলে পাঠানো হয়। ৪টি ঘড়, ঘড়ের আসবাব পত্রসহ প্রায় ৫ লক্ষাধীক টাকা ক্ষতি সাধন হয়েছে বলে
এমদাদুল হক জানান।