শ্রীপুর(গাজীপুর) প্রতিনিধিঃ
গাজীপুরের শ্রীপুর উপজেলার ২নং গাজীপুর ইউনিয়নের
ডংপাড়া ভুতুলিয়া গ্রামে ৯মার্চ শুক্রবার ৭ম শ্রেণীর
(১৪) এক ছাত্রীর বিয়ে দেওয়ার আয়োজন চলছিল। খবর পেয়ে
ঘটনাস্থলে উপস্থিত হয় পুলিশ। তা দেখে বিয়ের আসর
ছেড়ে দৌড়ে পালিয়ে যায় বর ও তার আত্মীয়স্বজন। এ সময়
কাজীও পলিয়ে গেছেন।
পুলিশ ও স্থানীয়রা জানান, ডংপাড়া ভুতুলিয়া গ্রামের ৭ম
শ্রেণিতে পড়–য়া (১৪) শিশুকে ধনুয়া গ্রামের রফিক
মিয়ার ছেলে মাসুম (২২) কাছে বিয়ে দেওয়া হচ্ছিল।
স্থানীয়দের কাছ থেকে খবরটি পৌছে যায় বাল্যবিয়ে
প্রতিরোধে কাজ করা সংগঠন শ্রীপুর ইয়ূথ
ফোরাম,সংগঠনটির সভাপতি শাহিদা আক্তার স্বর্ণা
নিকট। পরে এ ঘটনাটি পুলিশকে জানালে শ্রীপুর থানার
এসআই মফিজুর রহমান মল্লিক অতি দ্রুত ঘটনাস্থলে
উপস্থিত হন। পুলিশ দেখেই বিয়ের আসর থেকে দৌড়ে
পালিয়ে যায় বর। একই সাথে পালিয়ে যায় বরের বাবা। এক
ফাঁকে কাজীও গা ঢাকা দেয়।
এসআই মফিজুর রহমান মল্লিক জানান,খবর পেয়ে অতি
দ্রুত ঘটনাস্থলে উপস্থিত হয়ে কনের বাড়ির কাছে
পৌছাতেই বর দৌড়ে পালিয়ে গেছে। কনের বাবা ও
নিকটাত্মীয়রা বাল্য বিয়ে দিবেন না বলে পুলিশের কাছে
নিশ্চয়তা দিয়েছে। পুলিশ উপস্থিত হওয়ায় আমন্ত্রিত
অতিথিরাও চলে গেছেন।