জাকির হোসেন,পীরগঞ্জ (ঠাকরগাঁও) প্রতিনিধি: ঠাকুরগাঁওয়ের পীরগঞ্জ থেকে
প্রকাশিত গণমানুষের একমাত্র পত্রিকা সাপ্তাহিক প্রান্ত কথার রেজিষ্ট্রেশন দিয়েছেন
সংশ্লিষ্ট কর্তৃপক্ষ। প্রান্তকথার সম্পাদক প্রকাশক রেজওয়ানুল হক বিপ্লবের আবেদনের
পেক্ষিতে পোষ্ট মাস্টার জেনারেল,উওরাঞ্চল,রাজশাহী এ অনুমোদন প্রদান করেন। যার রেজি:
রাজ-৩৯৩। সাপ্তাহিক প্রান্ত কথার সম্পাদক রেজওয়ানুল হক বিপ্লব বলেন,পত্রিকাটি শুধু
আমার না গণমানুষের আমাদের এলাকায় একটি পত্রিকার অভাব ছিল। আমরা চেষ্টা করব
আমাদের এলাকার মানুষের দর্পণ হিসাবে কাজ করার। পত্রিকাটি এলাকার বস্তুনিষ্ঠ, বাস্তব
চিত্রের ভিত্তিতে সংবাদ পরিবেশন করে উন্নয়ন ধারাবাহিতকায় ভূমিকা পালন করবে।