অনলাইন ডেস্কঃ-
নেপালে ইউএস-বাংলা বিমান দুর্ঘটনার কারণে প্রধানমন্ত্রী শেখ হাসিনা সিঙ্গাপুরে তাঁর সরকারি সফর সংক্ষিপ্ত করে আগামীকাল দেশে ফিরছেন।
প্রধানমন্ত্রীর কার্যালয়ের প্রেস উইংয়ের এক সংবাদ বিজ্ঞপ্তিতে আজ এ কথা বলা হয়েছে।
প্রধানমন্ত্রী, গত রবিবার সিঙ্গাপুরে গিয়েছেন। বুধবার তাঁর দেশে ফেরার কথা ছিল।
আজ বিকেলে ইউএস-বাংলার একটি বিমান কাঠমান্ডুর ত্রিভুবন আন্তর্জাতিক বিমানবন্দরে অবতরণকালে দুর্ঘটনায় কবলিত হলে অন্তত ৪৫ জন যাত্রী নিহত হয়।